Advertisement

অপরাধ

পর্ন দেখলেই ৩ হাজার টাকা জরিমানা পুলিশের? সক্রিয় প্রতারণাচক্র

Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Jul 2021,
  • Updated 4:31 PM IST
  • 1/6

সম্প্রতি একটা প্রতারণাচক্র সামনে এসেছে। অনেকের বাড়িতেই আসছে নোটিশ। পুলিশের নামে আসা সেই নোটিশে লেখা থাকছে, 'আপনি পর্ন দেখেছেন, তাই ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর টাকা না দিলে আপনার কম্পিউটার ব্ল্যাক হয়ে যাবে।' 
 

  • 2/6

দিল্লিতে এই প্রতারণাচক্রের সন্ধান পাওয়া গিয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ২ জন চেন্নাইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কারও কারও কম্পিউটারে ব্রাউজার্স সার্চ করার সময় এই নোটিশ সামনে আসছে। সেখানেই ৩ হাজার টাকা জরিমানার কথা লেখা থাকছে। 

  • 3/6

সোশাল মিডিয়ায় এই নোটিশের ব্যাপারে পুলিশ প্রথম জানতে পারে। তারপর তার তদন্ত শুরু হয়। যার জেরে গ্রেফতার হয় প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড। তদন্ততারীরা জানিয়েছেন, ধৃতের ভাই দেশের বাইরে বসে এই প্রতারণাচক্রের আসল কার করছে। 

  • 4/6

পুলিশ জানতে পেরেছে, এই প্রতারণাচক্র এভাবেই হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে ৩০ থেকে ৪০ লাখ টাকা তুলেছে। যদিও পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। 

  • 5/6

পুলিশ এই নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। তাদের আবেদন, এই রকম কোনও নোটিশ এলে সাধারণ মানুষ ভয় বা লজ্জা না পেয়ে যেন পুলিশেরল সঙ্গে সত্বর যোগাযোগ করে। 
 

  • 6/6

দিল্লি পুলিশের আইটি সেল ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রতারণা চক্র আরও কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
Advertisement