Advertisement

Alipurduar Youth Hacked To Death: বালি তোলা নিয়ে বিবাদ, আলিপুরদুয়ারে কুপিয়ে 'খুন' যুবককে

Alipurduar Youth Hacked To Death: ডিমডিমা নদী থেকে বালি-বজরি তোলা নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। শনিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর থেকে এদিন সকালে গোটা এলাকা থমথমে।

বালি তোলা নিয়ে বিবাদের জেরে আলিপুরদুয়ারে কুপিয়ে খুন যুবককে। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 16 Jul 2023,
  • अपडेटेड 1:53 PM IST
  • বালি তোলা নিয়ে বিবাদের জের
  • আলিপুরদুয়ারে কুপিয়ে খুন যুবককে

Alipurduar Youth Hacked To Death: ডুয়ার্সে ফের বালি তোলা নিয়ে ফের গোলমাল-বচসা মৃ্ত্যুতে পৌঁছল। বচসার জেরে হাতাহাতি আর তার জেরে খুন হতে হল এক যুবককে। আলিপুরদুয়ার জেলার ঘটনা। এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ গিয়ে এলাকার দখল নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডিমডিমা নদী থেকে বালি-বজরি তোলা নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। শনিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর থেকে এদিন সকালে গোটা এলাকা থমথমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুন্না তিরকি (৩৫)। মারামারিতে জখম হয়েছেন তাঁর ভাই মুরাদ তিরকিও। দু’জনকেই রাতে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুন্নার শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকায় তাঁকে কর্থব্য়রত চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। সেখানে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মুরাদ বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবককে শনিবার রাত ন’টা নাগাদ ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রাজ্যে সরকারিভাবে বালি তোলা বন্ধ থাকলেও, গোটা উত্তরবঙ্গ জুড়ে অবৈধ বালি খাদান চলছে। একাধিক জায়গায় পুলিশ-প্রশাসনের মদতে চলছে বালি খাদান। এর আগে শিলিগুড়িতে এরকম বালি খাদান থেকে বালি তুলতে গিয়ে কয়েকজন শিশু বালি চাপা পড়ে মারা যায়। এরপর কয়েকদিন ধরপাকড় হলেও আবার পরিস্থিতি একই রয়েছে। এদিনের ঘটনার পর ফের সমস্য়া সামনে চলে এসেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement