Advertisement

অ্যাসিড অ্যাটাক খাস কলকাতায়, গুরুতর জখম ৪

স্থানীয় সূত্রে খবর, এলাকার এক তরুণী প্রায়শই তার প্রেমিককে ফাঁকা বাড়িতে ডাকত। মঙ্গলবার সেই তরুণীর বাড়িতে গিয়ে এই বিষয়েই প্রতিবাদ জানান একদল প্রতিবেশী। যার জেরে ওই তরুণীর বাবা-মা গৌতম মিত্র ও সঞ্চালিকা মিত্রর সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। অভিযোগ, এরপরেই বাড়িতে থাকা অ্যাসিডের বোতল প্রতিবেশীদের দিকে ছুঁড়ে মারে তারা। 

প্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 31 Aug 2021,
  • अपडेटेड 5:12 PM IST
  • নোনাডাঙায় অ্যাসিড হামলা
  • আহত ৩ মহিলা সহ মোট ৪
  • অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ

এবার শহর কলকাতার বুকে অ্যাসিড হামলা। ঘটনাস্থল আনন্দপুর থানা এলাকার নোনাডাঙা রেলওয়ে কলোনি। অ্যাসিড হামলায় ৪ জনের আহত হওয়ার খবর পাওযা যাচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

বচসার মাঝেই অ্যাসিড হামলা

স্থানীয় সূত্রে খবর, এলাকার এক তরুণী প্রায়শই তার প্রেমিককে ফাঁকা বাড়িতে ডাকত। মঙ্গলবার সেই তরুণীর বাড়িতে গিয়ে এই বিষয়েই প্রতিবাদ জানান একদল প্রতিবেশী। যার জেরে ওই তরুণীর বাবা-মা গৌতম মিত্র ও সঞ্চালিকা মিত্রর সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের। অভিযোগ, এরপরেই বাড়িতে থাকা অ্যাসিডের বোতল প্রতিবেশীদের দিকে ছুঁড়ে মারে তারা। 

অ্যাসিডে আহত ৪

ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। আহতদের মধ্যে ৩ জনই মহিলা। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্ত গৌতম মিত্র ও সঞ্চালিকা মিত্রকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পরে তাদের গ্রেফতার করা হয়। 

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নোনাডাঙা রেলওয়ে কলোনি অঞ্চলে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে প্রতিবেশীদের সঙ্গে মিত্র পরিবারের সম্পর্ক কেমন ছিল সেই দিকটিও পুলিশ খতিয়ে দেখতে পারে বলে মনে করা হচ্ছে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement