Advertisement

Behala Charaktala Incident Arrest : বেহালার চড়কতলা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সোমনাথ-সহ ৭

শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেহালার চড়কতলার ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা কেন, সেই প্রশ্নই করা হয় সংবাদমাধ্যমের তরফ থেকে। তার প্রেক্ষিতে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন সিপি। 

প্রধান অভিযুক্তপ্রধান অভিযুক্ত
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 17 Apr 2022,
  • अपडेटेड 12:06 PM IST
  • চড়কতলাকাণ্ডে ধরপাকড় জারি
  • গ্রেফতার মূল অভিযুক্ত
  • হাওড়া থেকে পাকড়াও করল পুলিশ

সংবাদমাধ্যমের সামনে আশ্বাস দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। আর তার ঠিক কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার বেহালার চড়কতলায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবান। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তার সঙ্গে আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেহালার চড়কতলার ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা কেন, সেই প্রশ্নই করা হয় সংবাদমাধ্যমের তরফ থেকে। তার প্রেক্ষিতে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন সিপি। 

গ্রেফতার আরও এক অভিযুক্ত

এর কয়েক ঘণ্টার মধ্যেই হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সোমনাথ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৭ জনেক গ্রেফফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা ও বেহাল থানার পুলিশ। এই ঘটনায় আগে আরও ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইদিক থেকে এই গ্রেফতারের পর ঘটনায় ধৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ২৩। 

আরও পড়ুন

গ্রেফতার আরও এক অভিযুক্ত

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বেহালা বিধানসভার চড়কতলা এলাকা। পার্টি অফিস ও একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। গোটা ঘটনায় আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনাতেই মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে এতদিন অধরা থাকলেও অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। 


 

Read more!
Advertisement
Advertisement