Advertisement

সিনেমায় সুযোগের প্রলোভনে শহরে পর্ন ছবি, গ্রেফতার ৫

গত বছরের ২৮ ডিসেম্বর বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। ওই মহিলার অভিযোগ ছিল, সিনেমায় সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পর্ন ছবি তোলে কয়েকজন। কিন্তু পরবর্তীকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তারা। এরপরেই সাইবার থানার দ্বারস্থ হন ওই মহিলা।

প্রতীকী ছবি
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 18 Mar 2021,
  • अपडेटेड 4:36 PM IST
  • মহিলার পর্ন ছবি তোলার অভিযোগ
  • ৫ জনকে গ্রেফতার করল সাইবার থানা
  • বাকিদের খোঁঁজেও চলছে তল্লাশি


নির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে পর্ন ছবি তৈরির চক্রের পর্দাফাঁস করলো বিধাননগর কমিশনারেটের সাইবার থানা (Bidhannagar Police Commissionerate Cyber Cell)। ঘটনায় ইতিমধ্যেই চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে এই পর্ন ছবি তৈরির চক্রের মোডাস অপারেন্ডি জানারও চেষ্টা করছেন তদন্তকারীরা। 

জানা গিয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। ওই মহিলার অভিযোগ ছিল, সিনেমায় সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর পর্ন ছবি তোলে কয়েকজন। কিন্তু পরবর্তীকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তারা। এরপরেই সাইবার থানার দ্বারস্থ হন ওই মহিলা। 

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন নিউটাউনের একটি হোটেলে তোলা হয়েছিল ওই ছবিগুলি। এরপরেই পর্ন ছবি তৈরির চক্রের ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একইসঙ্গে এই চক্রের মোডাস অপারেন্ডিও জানার চেষ্টা করছে সাইবার থানার পুলিশ। 

প্রসঙ্গত মহিলাদের নগ্ন  বা গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা পোস্ট করে দেওয়ার হুমকির অভিযোগ নতুন কিছু নয়। কিছুদিন আগে হুগলির চুঁচুড়ায় এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে মহিলাদের গোপন মুহূর্তের ছবি তুলে তাই দিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ওই ডেলিভারি বয় ও তার এক সঙ্গীতে গ্রেফতারও করে পুলিশ।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement