Advertisement

জমি দখল ঘিরে অশান্ত বাসন্তীতে উদ্ধার বোমা

বাসন্তী থানার ওস্তাগার পাড়ায় ইদ্রিস লস্কর নামে এক ব্যক্তির ৩৩ শতক জমির মধ্যে ২০ শতক কিনে নেয় ফারুক সর্দার। তবে সামনের সরকারি খাস জমি ইদ্রিসের দখলেই ছিল। নিজের দলিলকৃত জমি ফারুককে বিক্রি করলেও সরকারি খাস জমির দখল ছাড়তে নারাজ ছিল ইদ্রিস। অভিযোগ, সেই কারণেই সোমবার রাতে লোকজন নিয়ে গিয়ে ওই খাস জমিতে ঘর তৈরির চেষ্টা করে ফারুক। এই নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারিও হয়। 

বাসন্তীতে উদ্ধার বোমা
প্রসেনজিৎ সাহা / মিল্টন পাল
  • দক্ষিণ ২৪ পরগনা/মালদা,
  • 05 Oct 2021,
  • अपडेटेड 11:52 AM IST
  • জমি দখলকে ঘিরে মারামারি
  • বাসন্তীতে উদ্ধার বোমা
  • মোতায়েন পুলিশ পিকেট

জমি দখলকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ায়। অভিযোগ, সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী এলাকায় জমি দখল করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পুলিশকে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে এক বস্তা তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসন্তী থানার ওস্তাগার পাড়ায় ইদ্রিস লস্কর নামে এক ব্যক্তির ৩৩ শতক জমির মধ্যে ২০ শতক কিনে নেয় ফারুক সর্দার। তবে সামনের সরকারি খাস জমি ইদ্রিসের দখলেই ছিল। নিজের দলিলকৃত জমি ফারুককে বিক্রি করলেও সরকারি খাস জমির দখল ছাড়তে নারাজ ছিল ইদ্রিস। অভিযোগ, সেই কারণেই সোমবার রাতে লোকজন নিয়ে গিয়ে ওই খাস জমিতে ঘর তৈরির চেষ্টা করে ফারুক। এই নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারিও হয়। 

খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আপাতত সরকারি খাস জমিতে ঘর তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি বোমাও উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। বোমাগুলি কে বা কারা ওখানে রাখল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

মালদাতেও বোমা উদ্ধার

অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, এলাকার একটি লিচুবাগানে প্লাস্টিকের জার ভর্তি ওই তাজা বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। কে বা কারা ওখানে বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement