আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুরের সনাতন টোলা এলাকায়। নির্যাতিতাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে যায় এলাকারই এক নাবালক। অভিযোগ এরপরেই ওই নাবালক তাকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
এদিকে ঘটনার কথা জানিয়ে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত রাজ্যে নারী নির্যাতন নিয়ে বারেবারেই সরব হচ্ছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। নারী নির্যাতনে এই রাজ্যে শীর্ষে বলেও দাবি করছেন কোনও কোনও বিজেপি নেতা। এমনকি সম্প্রতি হাওড়ায় নিখোঁজ এক কলেজ ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরেও ছড়ায় যথেষ্ট উত্তেজনা। দোষীদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পালটা অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার সম্মুখীন হন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। সেই ঘটনাতে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। যদিও সমস্ত ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে নির্বাচনের আগে রাজ্যে এই ধরনের নারী নির্যাতনের অভিযোগ শাসক দল তথা সরকারকে চাপে ফেলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।