Advertisement

জুনিয়র মৃধা খুনের কিনারা, প্রিয়াঙ্কা চৌধুরীকে গ্রেফতার করল CBI

অবশেষে প্রায় ১০ বছর পর জুনিয়র মৃধা (Junior Mridha) হত্যাকাণ্ডের কিনারা। জুনিয়র মৃধাকে হত্যার ঘটনায় মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন কর্তা বলরাম চৌধুরীর (Balaram Chowdhury) প্রাক্তন পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে (Priyanka Chowdhury) গ্রেফতার করল সিবিআই। সোমবার প্রায় ৪ ঘণ্টারও বেশি জেরা করার পর তাঁকে গ্রেফতার করেন সিবিআই-এর আধিকারিকরা। যদিও ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা। 

প্রতীকী ছবি
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 05 Jan 2021,
  • अपडेटेड 4:38 PM IST
  • জুনিয়র মৃধা হত্যাকাণ্ড
  • গ্রেফতার প্রিয়াঙ্কা চৌধুরী
  • অভিযোগ অস্বীকার ধৃতের


অবশেষে প্রায় ১০ বছর পর জুনিয়র মৃধা (Junior Mridha) হত্যাকাণ্ডের কিনারা। জুনিয়র মৃধাকে হত্যার ঘটনায় মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন কর্তা বলরাম চৌধুরীর (Balaram Chowdhury) প্রাক্তন পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে (Priyanka Chowdhury) গ্রেফতার করল সিবিআই। সোমবার প্রায় ৪ ঘণ্টারও বেশি জেরা করার পর তাঁকে গ্রেফতার করেন সিবিআই-এর আধিকারিকরা। যদিও ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা। 

২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের ওপর পেশায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার জুনিয়ার মৃধার দেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ। প্রাথমিক ভাবে এটিকে হিট এন্ড রানের ঘটনা বলেই মনে করেছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জুনিয়রকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। কিন্তু ২ বছর পর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। আদালতের নির্দেশেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। 

সেই তদন্তেই সোমবার সল্টলেকে সিবিআই-এর দফতরে ডেকে পাঠানো হয় প্রিয়াঙ্কা চৌধুরীকে। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর আধিকারিকরা। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ঘটনায় কোনওরকম জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা চৌধুরী।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement