গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling) এবার ৬ পুলিশ কর্তাকে নোটিশ দিল সিবিআই (CBI)। জানা গিয়েছে ইতিমধ্যেই এই নোটিশ (Notice) পাঠান হয়েছে সিবিআইয়ের তরফে। এর আগে মালদার দুই পুলিশ কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত কয়েকদিন ধরেই কয়লা ও গরুপাচারের তদন্তে তৎপর সিবিআই। তদন্তকারীদের নজরে রয়েছেন গণেশ বাগাড়িয়া নামে এক ব্যক্তি। সূত্রের খবর সম্প্রতিই দেশে ফিরেছেন তিনি। খুব তাড়াতাড়িই তিনি মুখোমুখি হতে পারেন সিবিআই-এর।
সিবিআই সূতে খবর, কয়লা ও গরু পাচারের টাকা সরাসরি গণেশ বাগাড়িয়ার কাছেই আসত বলে জানেত পেরেছেন তদন্তকারীরা। তাই দীর্ঘদিন ধরেই বাগাড়িয়াকে খুজছিল সিবিআই। কিন্তু কোনও ভাবেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছি না। বাগাড়িয়ার খোঁজে তল্লাশি চালানো হয় তাঁর লেকটাউনের বাড়িতে। তাঁকে হাজিরার জন্য নোটিসও দেওয়া হয়। তৃতীয় নোটিশের পর বাগাড়িয়া জানান, চিকিৎসার কারণে তিনি দুবাইতে রয়েছেন। যেহেতু সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, সেক্ষেত্রে এবার হয়তো জেরার সম্মুখীন হতে হবে তাঁকে। এই তদন্তে বাগাড়িয়াকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সিবিআই-এর তদন্তকারীরা। কারণ তদন্তকারীদের অনুমান বাগাড়িয়াকে জিজ্ঞাসাবাদ করলে মিলতে পারে আরও অনেক তথ্য।
অন্যদিকে এই চক্রের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের খোঁজও জারি রেখেছেন সিবিআই কর্তারা। তাঁর নামে জারি করা হয়েছে লুক আউট নোটিশ। প্রসঙ্গত দিন কয়েক আগে বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালান সিবিআই অধাকারিকরা। অভিযোগ, পাচারকাণ্ডে লিংক ম্যান হিসেবে কাজ করেন বিনয়। গরু পাচারকাণ্ডে অপর এক অভিযুক্ত সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে বিনয় মিশ্র নাম পান তদন্তকারীরা।