পারিবারিক বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার সহ দুই দেওরের বিরুদ্ধে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোল (Malda Gajol) থানার রানিগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ। আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী রাজু ঘোষও। ঘটনায় অভিযুক্তরা হল উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। এরমধ্যে উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ঘোষ পরিবারের মধ্যে। শুক্রবার রাতে ফের শুরু হয় তিন পরিবারের গন্ডগোল। অভিযোগ, সেই সময়েই দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধর করে সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষ। আক্রান্তদের তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে ২ জনকেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার ভোররাতে মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। আহত অবস্থায় চিকিৎসাধীন মৃতার স্বামী রাজু ঘোষ।
এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুধুই জমি বিবাদের জেরে এই হামলা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।