Advertisement

গাড়ি পার্কিং ঘিরে রণক্ষেত্র নৈহাটি, পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ

গাড়ি পার্কিংকে (Car Parking) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নৈহাটি (Naihati) থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রাম। ভাঙচুর চালানো হয় একটি বেসরকারি পার্কে। পাশাপাশি ভাঙচুর চালান হয় পুলিশের গাড়ি সহ বেশ কয়েটি গাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF।  লাঠিচার্জও (Lathi Charge) করতে হয় পুলিশকে। লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। 

নৈহাটিতে উত্তেজনা
দীপক দেবনাথ
  • নৈহাটি,
  • 02 Jan 2021,
  • अपडेटेड 10:46 AM IST
  • গাড়ি পার্কিং ঘিরে সংঘর্ষ
  • পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ
  • নৈহাটির দেবক গ্রামে উত্তেজনা

গাড়ি পার্কিংকে (Car Parking) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নৈহাটি (Naihati) থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রাম। ভাঙচুর চালানো হয় একটি বেসরকারি পার্কে। পাশাপাশি ভাঙচুর চালান হয় পুলিশের গাড়ি সহ বেশ কয়েটি গাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF।  লাঠিচার্জও (Lathi Charge) করতে হয় পুলিশকে। লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। 

গ্রামবাসীদের অভিযোগ, ৩১ ডিসেম্বর ওই পার্কে অনেক রাত পর্যন্ত ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলে। তারপর ১ তারিখ সকাল থেকেই পার্কে আসে প্রচুর পিকনিক পার্টি। পিকনিক পার্টির আনা গাড়িতে গ্রামের চলাচলের রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। যাতায়াতের অসুবিধা হওয়ায় প্রতিবাদ জানান গ্রামবাসীরা। যার জেরে পিকনিক পার্টিদের সঙ্গে বচসা বেঁধে যায় গ্রামবাসীদের। এরপরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা পার্কে ঢুকে ভাঙচুর চালান। খবর পেয়ে এলাকায় পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। নামানো হয় RAF-ও। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় গ্রামবাসীদের। পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরক চালান হয়ে বলে অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠছে। 

ঘটনায় এক স্থানীয় বাসিন্দা জানান,"এটাই আমাদের গ্রামের একমাত্র রাস্তা। অথচ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি পার্কের কর্মী, নিরাপত্তারক্ষীরা আমাদের বাধা দেয়। গ্রামবাসীরা তার প্রতিবাদ করে। এতে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তেজিত গ্রামবাসীরা পার্কটিতে ভাঙচুর করে।" গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement