বিড়ম্বনা বাড়ছে মুম্বই এনসিবির (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের। ক্রুজ ড্রাগস মামলার তদন্তের মাঝেই তাঁর বিরুদ্ধে উঠে আসছে এই ধরণের অভিযোগ। যবে থেকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে জাল নথিপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছেন তবে থেকে বাড়তে শুরু করেছে তাঁর বিড়ম্বনা। এবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ময়দানে দলিত সংগঠনগুলি।
দলিত সংগঠনগুলির অভিযোগ, চাকরি পাওয়ার জন্য সমীর ওয়াংখেড়ে নিজেকে তপশিলি জাতিভুক্ত বলে পরিচয় দিয়েছিলেন। জাল নথিপত্র পেশ করে সংরক্ষণের সুবিধা নিয়েছিলেন। স্বভিমানী রিপাবলিকান আর্মি এবং ভিম আর্মির তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। এমনকী District Caste Scrutiny Committee-র কাছে একটি অভিযোগও দায়ের করেছে তারা।
প্রসঙ্গত, কিছুদিন আগে সমীর ওয়াংখেড়ে দিল্লিতে তপশিলি জাতি-উপজাতি কমিশনের দফতরে গিয়েছিলেন। সেখানে নিজের জাতি সংশাপত্র, প্রথম স্ত্রীয়ের সঙ্গে থাকাকালীন তাঁদের যে সন্তান হয় তার জন্মের সংশাপত্র এবং বিবাহবিচ্ছেদের কাগজপত্র জমা দেন। বর্তমানে সেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে কমিশন। কিন্তু তারমধ্যেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উঠতে শুরু করে অভিযোগ।
এদিকে এইসবের মাঝে সমীর ওয়াংখেড়ের বাবা জানিয়েছেন তিনি ও তাঁর ছেলে দলিত। ইসলাম (Islam) ধর্মের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তবে সমীর ওয়াংখেড়ের প্রথম স্ত্রীয়ের বাবার দাবি, তাঁর মেয়ের বিয়ে একটি মুসলমান পরিবারে হয়েছিল এবং সেখানে ইসলামের সমস্ত রীতি রেওয়াজ পালন করা হয়েছিল। প্রসঙ্গত সমীর ওয়াংখেড়েকে ঘিরে বিতর্কের সূত্রপাত ক্রুজ ড্রাগস মামলা শুরু হওয়ার পর থেকেই। ঘটনায় ধৃত বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan) ছাড়ার জন্য সমীর ওয়াংখেড়ে টাকা চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তারমাঝেই আবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন নবাব মালিকও। এখন দেখার ড্রাগস ক্রুস মামলার পাশাপাশি কোনদিকে মোড় নেয় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি।