Advertisement

অশোকনগরে জোড়া চুরি, লক্ষাধিক টাকার গয়না লুঠপাট, CCTV-তে শনাক্ত চোর

সোমবার রাতে এলাকার একটি কালীপুজোর ভাসানে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্রনাথ ঘোষের পরিবারের সদস্যরা। ফিরে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা। লন্ডভন্ড ভিতরের সমস্ত সামগ্রী। লুঠ হয়েছে মূল্যবান সামগ্রী। পরিবারের সদস্যদের দাবি, লুঠ হয়েছে প্রায় চার থেকে পাঁচ ভরি সোনার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা। 

প্রতীকী ছবি
দীপক দেবনাথ
  • অশোকনগর,
  • 09 Nov 2021,
  • अपडेटेड 2:57 PM IST
  • ফাঁকা বাড়িতে লুঠপাট
  • অপর ঘটনায় সিসিটিভি দেখে চিহ্নিত চোর
  • উদ্ধার লুঠ হওয়া সামগ্রী

কালীপুজোর বিসর্জনে গিয়েছিলেন বাড়ির সদস্যরা। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মহিষ পুকুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, সোমবার রাতে এলাকার একটি কালীপুজোর ভাসানে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্রনাথ ঘোষের পরিবারের সদস্যরা। ফিরে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা। লন্ডভন্ড ভিতরের সমস্ত সামগ্রী। লুঠ হয়েছে মূল্যবান সামগ্রী। পরিবারের সদস্যদের দাবি, লুঠ হয়েছে প্রায় চার থেকে পাঁচ ভরি সোনার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা। 


ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে যায় অশোকনগর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। 

অন্যদিকে আরও একটি চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দারাই শনাক্ত করলেন চোরকে। পরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রীও। ঘটনাটি ঘটেছে অশোকনগরের কল্যাণগড়ে। 

জানা গিয়েছে, কালীপুজোর দিন এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিজিৎ শীলের বাড়ির আলমারি থেকে চুরি যায় প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার গয়না। তখন মৌখিকভাবে বিষয়টি অশোকনগর থানায় জানানো হলেও লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার। সম্প্রতি অভিজিতবাবুর এক প্রতিবেশীর বাড়ি থেকেও চুরি যায় দুটি মোবাইল। বাড়ির সিসিটিভিতে এলাকারই এক যুবককে দেখা যায়। সেই যুবক অভিজিতবাবুর বাড়িতেও কাজ করেছিল। এরপরেই সন্দেহ যায় ওই যুবকের ওপরে। 

তারপর ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করতেই সে অপরাধের কথা স্বীকার করে বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেই উদ্ধার হয় চুরি যাওয়া গয়না। পাশাপাশি খবর দেওয়া অশোকনগর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement