Advertisement

কাটোয়ায় প্রেমিককে প্রথমে চুমু, তারপরেই গুলি করল তরুণী

প্রায় ৩-৪ বছরের প্রেমের সম্পর্ক ওই যুগলের। গুলিবিদ্ধ যুবকের নাম লালচাঁদ শেখ। বছর বাইশের লালচাঁদ পেশায় রং মিস্ত্রি। তাদের সম্পর্কের কথা উভয়ের পরিবারই জানত। দুজনের  বিয়েও মোটামুটি ঠিক ছিল। এরই মাঝে কর্মসূত্রে ঝাড়খন্ডে চলে যায় ওই তরুণী। কিন্তু দু'জনের ফোনে যোগাযোগ অব্যাহত ছিল। মঙ্গলবার ঝাড়খন্ড থেকে কাটোয়া নিজের বাড়িতে ফেরে সে। তারপর থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়।  

প্রতীকী ছবি
সুজাতা মেহরা
  • কাটোয়া,
  • 16 Dec 2021,
  • अपडेटेड 3:44 PM IST
  • প্রেমিককে গুলি প্রেমিকার
  • পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত
  • পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা

ঠিক যেন সিনেমার দৃশ্য। চুম্বনের পরই প্রেমিককে গুলি। অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা প্রেমিকার। পূর্ব বর্ধমানের কাটোয়ার সার্কাস ময়দান এলাকার ঘটনা। তদন্তে নেমে অভিযুক্ত তরুণীকে আটক করে পুলিশ। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, প্রায় ৩-৪ বছরের প্রেমের সম্পর্ক ওই যুগলের। গুলিবিদ্ধ যুবকের নাম লালচাঁদ শেখ। বছর বাইশের লালচাঁদ পেশায় রং মিস্ত্রি। তাদের সম্পর্কের কথা উভয়ের পরিবারই জানত। দুজনের  বিয়েও মোটামুটি ঠিক ছিল। এরই মাঝে কর্মসূত্রে ঝাড়খন্ডে চলে যায় ওই তরুণী। কিন্তু দু'জনের ফোনে যোগাযোগ অব্যাহত ছিল। মঙ্গলবার ঝাড়খন্ড থেকে কাটোয়া নিজের বাড়িতে ফেরে সে। তারপর থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়।  

এই বিষয়ে লালচাঁদ শেখের দাবি, বুধবার সন্ধেয় তার সঙ্গে দেখা করতে চায় ওই তরুণী। সার্কাস ময়দান এলাকায় দু'জনে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেই মতো নির্দিষ্ট সময় উপস্থিত হয় তারা। দেখা হওয়ার পর প্রেমিকা তাঁকে চুম্বন করে বলেই দাবি লালচাঁদের। এরপর  ধূমপান করার কথা জানায় প্রেমিকা।  সেই মতো সিগারেট কিনে আনে সে। অভিযোগ, সিগারেট জ্বালানোর সময়ই কিছু বুঝে ওঠার আগে তার পেটের কাছে গুলি চালায় তরুণী।

গুলির শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে স্থানীয়রা ছুটে গিয়ে লালচাঁদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি লালচাঁদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অবশ্য ঘটনাস্থল ছেড়ে পলিয়ে যায় অভিযুক্ত প্রেমিকা। সেখান থেকে নিজের বাড়ি পৌঁছায় সে। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তার আগেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement