Advertisement

ধারের টাকা না পেয়ে পান্ডুয়ায় ভাইকে হাঁসুয়ার কোপ দাদার

ছেলেকে স্কুলে ভর্তির করানোর জন্য ব্যাঙ্ক থেকে ৫ হাজার টাকা তুলেছিলেন মুক্ত দাস। সেই টাকাই ধার চায় মুক্ত দাসের দাদা হীরা দাস। কিন্তু টাকা ধার দিতে অস্বীকার করেন মুক্তবাবু। অভিযোগ, এরপরেই মদ্যপ অবস্থায় হাঁসুয়া নিয়ে মুক্তবাবুর ওপরে চড়াও হয় হীরা। ভাইয়ের মাথায় ও হাতে মোট ৩ জায়গায় কোপ মারে সে। 

দাদার হাতে আক্রান্ত ভাই
ভোলানাথ সাহা
  • পাণ্ডুয়া,
  • 03 Oct 2021,
  • अपडेटेड 8:23 AM IST
  • ছোট ভাইকে হাঁসুয়ার কোপ দাদার
  • মাথা ও হাতে ৩ জায়গায় কোপ
  • হাসপাতালে ভর্তি আক্রান্ত

টাকা ধার চেয়ে না পাওয়ায় ভাইকে হাঁসুয়ার কোপ দাদার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জখম ব্যক্তি। আহত ব্যক্তির নাম মুক্ত দাস। হুগলির পাণ্ডুয়ার ঘটনা (Hooghly Pandua)। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ছেলেকে স্কুলে ভর্তির করানোর জন্য ব্যাঙ্ক থেকে ৫ হাজার টাকা তুলেছিলেন মুক্ত দাস। সেই টাকাই ধার চায় মুক্ত দাসের দাদা হীরা দাস। কিন্তু টাকা ধার দিতে অস্বীকার করেন মুক্তবাবু। অভিযোগ, এরপরেই মদ্যপ অবস্থায় হাঁসুয়া নিয়ে মুক্তবাবুর ওপরে চড়াও হয় হীরা। ভাইয়ের মাথায় ও হাতে মোট ৩ জায়গায় কোপ মারে সে। 

এই প্রসঙ্গে মুক্ত দাসের স্ত্রী শ্যামলী দাসের অভিযোগ, তাঁর ভাসুর টাকা ধার চায়। কিন্তু টাকা ধার দিতে রাজি হননি তাঁর স্বামী। এরপরেই তাঁর স্বামীর ওপরে আক্রমণ চালায় ভাসুর। হাঁসুয়ার কোপ মারা হয় তাঁকে। এমনকী ভাসুর তাঁকে ও তাঁর সন্তানেও মারতে যান বলে অভিযোগ শ্যামলী দাসের।

এরপর গুরুতর আহত অবস্থায় মুক্ত দাসকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement