আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে (Anish Khan Murder Case) ঘটনার পুনর্নির্মাণ করল ফরেনসিক দল। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বেশকিছু নমুনাও সংগ্রহ করেন ফরেনসিক দলের সদস্যরা। ঘটানার রাতে ঠিক কী কী ঘটেছিল, পরিবারে সঙ্গে কথা বলে তাও বোঝার চেষ্টা করেন তাঁরা। এদিকে ইতিমধ্যেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আনিসের বাবা সালেম খান।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে ইতিমধ্যেই ঘণীভূত হতে শুরু করেছে রহস্য। বিভিন্নমহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। তারই মাঝে ঘটনার দেড় দিন পর রবিবার গ্রামে উপস্থিত হয় ফরেনসিক দল। আনিস খানের পরিবারে লোকেদের সঙ্গে কথা বলেন ফরেনসিক দলের সদস্যরা। তারপরেই করা হয় ঘটনার পুনর্নির্মাণ।
এদিকে এদিনই ঘটনাস্থল ঘুরে দেখতে গ্রামে যায় পুলিশও। আনিস খানের বাড়িতেও যান পুলিশকর্তারা। আর ঠিক সেই সময়েই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, খুনের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর ঘটনাস্থল দেখতে গিয়েছে পুলিশ। গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন।
মৃতের আত্মীয় কালো খানের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখেই ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেনি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা ও থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে মৃতের দিদি রোজিনা বেগমের অভিযোগ, ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে তাঁর যে প্রাণহানি হতে পারে এমন আশঙ্কা আনিস খানের আগেই ছিল। বিষয়টি তিনি থানায় জানিয়েছিলেন বলেও জানা যাচ্ছে। তাহলে তারপরেও পুলিশের তরফে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তুলেছেন পরিবারের লোকেরা। যদিও তদন্তের স্বার্থে মুখে কুলুপ এঁটেছে হাওড়া গ্রামীণ পুলিশ।
অন্যদিকে আজ আনিস খানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বাম ছাত্রযুব নেতারা। আমতা কলাতলা মোড় থেকে একটি মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব। এই বিষয়ে এসএফআই-এর জেলা সভাপতি শিল্পা মণ্ডলের অভিযোগ, এক ছাত্রনেতা খুন হয়েছেন। পরিকল্পিত ভাবে তাঁকে খুন করা হয়েছে। এর সঠিক তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন - আপনি সুস্থ কিনা বলে দেবে চোখ, এই লক্ষণগুলি খেয়াল রাখুন