Advertisement

OLX এ প্রধানমন্ত্রীর সংসদীয় কার্যালয় বিক্রির বিজ্ঞাপন, ধৃত ৪

OLX এ বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রীর মোদীর সংসদীয় কার্যালয়। সেইসঙ্গে দেওয়া রয়েছে বিস্তারিত বিবরণ। শুনে অবাক হওয়ারই মতো। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কার্যালয় অনলাইনের বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল পেশ কয়েকজন। তার পরেই নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সংসদীয় কার্যালয়। ছবি- আজ তক
Aajtak Bangla
  • বারাণসী,
  • 18 Dec 2020,
  • अपडेटेड 1:32 PM IST
  • প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্রির বিজ্ঞাপন
  • OLX বিজ্ঞাপন দিয়ে ধৃত ৪
  • বারাণসীর সংসদীয় কার্যালয় বিক্রির বিজ্ঞাপন

OLX এ বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রীর মোদীর সংসদীয় কার্যালয়। সেইসঙ্গে দেওয়া রয়েছে বিস্তারিত বিবরণ। শুনে অবাক হওয়ারই মতো। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কার্যালয় অনলাইনের বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল পেশ কয়েকজন। তার পরেই নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

OLX মোদীর কার্যালয়ের ছবি

বারাণসীর জওহর নগর এক্সটেনশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কার্যালয় রয়েছে। কয়েকদিন সেই কার্যালয়ের ছবি তুলে OLX-এ বিক্রির বিজ্ঞাপন দেয় কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। OLX বিবরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম লিখে ঘরের আয়তন-সব সমস্ত কিছুই লেখা হয়। এমনকি ঘর, পার্কিং-সহ বিভিন্ন সুবিধার কথাও বলা হয়। দাম রাখা হয় সাড়ে সাত কোটি টাকা। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত শুরু করে পুলিশ। 

আরও পড়ুন, কেন্দ্র-রাজ্য সংঘাত! ৩ আইপিএস অফিসারকে বদলি করছে মোদী সরকার

গ্রেফতার করেছে পুলিশ

তদন্তে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করেছে। পুলিশে দাবি, OLX-এ পোস্ট করা যুবকও ধৃতদের মধ্যে রয়েছে। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মূল পাণ্ডা ওই যুবকই। সেই ছবিটি তুলে এনে OLX-এ পোস্ট করে। পরে বাকিরাও তাতে সাহায্য় করে। বিষয়টি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। আচমকা, ওই যুবকের কেন এই  কাজ করল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকদের সঙ্গে আরও কেউ ছিল কিনা, তাও জানার চেষ্টা চলছে। ওই কার্যালয়টিতে সাধারণ মানুষ আসেন। সেখানে সমস্যার কথা বলেন। লোকসভা নির্বাচনে এখান থেকেই প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন প্রধানমন্ত্রী।

জানা  গিয়েছে, ইতিমধ্যে অনলাইন থেকে ওই বিজ্ঞাপনটি সরানো হয়েছে। বিষয়টি যে কোনও মতেই নরম ভাবে দেখা হচ্ছে না, তা স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশ। অনলাইনে এমন ঘটনা নতুন কিছু নয়। অনলাইনে জালিয়াতি থেকে মর্যদাহানি হামেশাই হয়েই চলেছে। তার বিরুদ্ধে পদক্ষেপও নিচ্ছে পুলিশ।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement