Advertisement

লালগোলায় উদ্ধার প্রায় ২ কোটি টাকার হেরোইন, ধৃত ৩

রবিবার যৌথভাবে ওই আমবাগানে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ ও এসওজি। সেখান থেকেই হেরোইনসহ গ্রেফতার করা হয় ওই ৩ জনকে। ধৃতদের মধ্যে রিপন শেখের বাড়ি নদিয়ার পলাশীপাড়ায়। আর আবদুল হাসান ও রবিউল ইসলাম মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা। 

মাদক সহ গ্রেফতার
গোপাল ঠাকুর
  • মুর্শিদাবাদ,
  • 15 Nov 2021,
  • अपडेटेड 2:17 PM IST
  • মাদক সহ গ্রেফতার ৩
  • লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ
  • মুর্শিদাবাদের লালগোলার ঘটনা

বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার ৩। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত পীরতলার আমতলা এলাকার একটি আমবাগান থেকে গ্রেফতার করা হয় ওই ৩ জনকে। ধৃতদের নাম রিপন শেখ, আবদুল হাসান ও রবিউল ইসলাম। তাদের কাছ থেকে মোট ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ। 

জানা গিয়েছে, রবিবার যৌথভাবে ওই আমবাগানে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ ও এসওজি। সেখান থেকেই হেরোইনসহ গ্রেফতার করা হয় ওই ৩ জনকে। ধৃতদের মধ্যে রিপন শেখের বাড়ি নদিয়ার পলাশীপাড়ায়। আর আবদুল হাসান ও রবিউল ইসলাম মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা। 

হেরোইন সহ গ্রেফতার

এই বিষয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, লকডাউনে মুর্শিদাবাদে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। জেলাকে মাদক মুক্ত করতে বিশেষ টিম গড়ে অভিযান চালানো হচ্ছে। এই নিয়ে গত এক মাসে জেলায় মোট ৩৫টি হেরোইনের ঘটনা ঘটেছে । এখনও পর্যন্ত মোট ১৫ কেজি ৪৪৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ৬০ জনকে।

হেরোইন সহ গ্রেফতার

এই ঘটনাতেও ধৃতদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই মাদক কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল এবং পাচার চক্রে আরও কেউ জড়িত কি না সেই সব বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement