Hooghly Crime: এক যুবককে চাকু দিয়ে ৪৬ বার কুপিয়ে দেওয়া হল। এমনই অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। শনিবার হুগলির উত্তরপাড়ার ঘটনা। মদের ঠেকে দু'জনের মধ্যে বচসা জেরে ঘটল এই ঘটনা। আহতের নাম লালচাঁদ হেলা।
মদের আসরে গোলমাল
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার শালিমার এলাকায় মদের আসরে ছুরিকাহত যুবক! আহতের নাম লালচাঁদ হেলা। তাঁর বয়স ৩৮ বছর।
স্থানীয়দের দাবি, লালচাঁদ এবং রাজা গুপ্তা দু'জনে পাড়ার একটি মদের ঠেকে মদ খাচ্ছিলেন। সেই সময়ে দু'জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। হঠাৎ রাজা গুপ্তার নামে যুবক নিজের পকেটে রাখা চুরি বার করে। এবং লালচাঁদ হেলার শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে দিতে শুরু করে বলে অভিযোগ।
একের পর এক আঘাত
গুরুতর আহত ওই যুবক চিৎকার-চেঁচামেচি করেন। তখন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুরুতর আহত যুবক লালচাঁদের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আছে। অত্যন্ত ভয়ঙ্কর সে দৃশ্য।
নিয়ে যাওয়া হল হাসপাতালে
স্থানীয়রা তড়িঘড়ি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ডাক্তাররা জানান, এটা একটি পুলিশ কেস। পুলিশকে খবর দেওয়া হয়। উত্তরপাড়া থানার পুলিশ হাসপাতালে এসে গুরুতর আহত যুবকের বয়ান রেকর্ড করে।
তারপরে চিকিৎসাধীন এর যুবকের অবস্থা অবনতি হতে থাকে বলে জানা গিয়েছে। শেষমেশ তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত যুবক রাজা গুপ্তা পলাতক। উত্তরপাড়ার থানা পুলিশ তদন্তে নেমেছে।
স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন
দিলীপ সাউ নামে স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, তিনি সে সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন আহতের মেয়ে এসে বলে, ছুরি মেরে দিয়েছে। তারপর তাঁরা ওঠেন। অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। তারপর হাসপাতালে ভর্তি করাই। বিভিন্ন জায়গায় তাঁর আঘাত লেগেছে। চিকিৎসকেরা বলে, এটা তো পুলিশ কেস। রাজা বলে একটা ছেলের সঙ্গে গোলমাল হয়েছে। সে ছুরি মেরেছে।