Advertisement

ব্রাউন সুগার সহ আন্তর্জাতিক চক্রের চাঁই ধৃত জয়গাঁ থেকে

ভুটানে পাচারের পথে ব্রাউন সুগার পাচারের অভিযোগে ধৃত এক। তাকে জয়গাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগারও।

ধৃত পাচারকারী
অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 06 Jun 2021,
  • अपडेटेड 4:19 PM IST
  • দুলক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত
  • ধৃত এক আন্তর্জাতিক পাচারকারী
  • পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে

পাচারের আগেই আটক ব্রাউন সুগার

প্রতিবেশী দেশ ভুটানে পাচারের পথে ব্রাউন সুগার পাচারের অভিযোগে ধৃত এক। তাকে জয়গাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগারও।

বাজারমূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা

ভারত-ভুটান সীমান্ত থেকে উদ্ধার প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার।ব্রাউন সুগার পাচারের ঘটনায় জয়গাঁ থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তের নাম সংবাদ মাধ্যেমে প্রকাশ করেননি। ধৃতকে রবিবার জলপাইগুড়ি কোর্টে তোলা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে।

আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগ

জয়ঁগা থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান যে ব্রাউন সুগার অসম রাজ‍্য থেকে আনা হয়েছিল। অসম থেকে আমদানি করা সেই ব্রাউন সুগার চোরা পথে ভুটানে পাচার করা হচ্ছিল। জয়গাঁ থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন  ধৃত ব‍্যাক্তির সঙ্গে আর্ন্তজাতিক ব্রাউন সুগার পাচার চক্রের যোগাযোগ রয়েছে।

ভারত-ভুটান সীমান্ত অপরাধের মুক্তাঞ্চল

আর্ন্তজাতিক ভারত-ভুটান সীমান্ত এখন চোরা কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে।
সীমান্ত রক্ষী বাহিনী, পুলিশ, কাষ্টমসের নজর এড়িয়ে এই সীমান্ত দিয়ে প্রতিদিন অবাধে পাচার করছে পাচারকারীরা। ভারত-ভুটান সীমান্তের একাধিক চোরাপথ ব্যাবহার করছে আর্ন্তজাতিক চোরাকারবারিদের বেশ কয়েকটি সক্রিয় গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর মদতেই ভারত থেকে ভুটান হয়ে বিভিন্ন সরঞ্জাম পৌঁছে যাচ্ছে চিন এবং থাইল্যান্ডের মতো দেশে।

পাচারের তালিকা

ভারত থেকে পাচার করা হচ্ছে তক্ষক, হাতির দাঁত, গন্ডারের শৃঙ্গ, মৃগনাভির মতো বন্য পশুদের দেহাংশ। এছাড়াও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ব্রাউন সুগার,জাল নোট পাচারের করিডোর হিসেবে পরিচিত এই আর্ন্তজাতিক সীমান্ত। ভারত-ভুটান সীমান্ত দিয়ে অবাধ পাচার রুখতে দুই দেশের প্রশাসনের মধ্যে মাঝেমধ্যেই জরুরি বৈঠক হলেও তার কোন সুফল পায়নি দুই দেশের প্রশাসন।
আর্ন্তজাতিক সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলোই পাচারের করিডর হিসেবে ব্যাবহার করে পাচারকারীদের দল।

Advertisement

একাধিক খোলা সীমান্ত পাচারের স্বর্গরাজ্য

কালচিনি ব্লকের ভারত-ভুটান সীমান্ত ছাড়াও মাদারিহাট- বীড়পাড়া ব্লকের লঙ্কাপাড়া, মাকড়াপাড়া এলাকা দিয়েও পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। ভুটানে টানা লকডাউন থাকায় পাচারকারীরা পাহাড়ের দুর্গম পথ ধরে বিভিন্ন অবৈধ সামগ্রী নিজেরাই বহন করে পৌঁছে দেয় নির্দিষ্ট ঠিকানায়।

কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানোর দাবি

জেলার এক প্রশাসনের  আধিকারিক জানিয়েছেন ভারতের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর নজরদারি বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement