Advertisement

শহরের নামী রেস্তোরাঁয় আক্রান্ত গ্রাহক, কাঠগড়ায় ম্যানেজার-ওয়েটার

এই বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, রাত প্রায় ১১টা নাগাদ ৪ যুবক সেখানে খেতে যায়। সেটি ফ্যামিলি রেস্তোরাঁ হওয়া সত্ত্বেও ওই যুবকরা সেখানে বসে মদ্যপান করছিল বলে অভিযোগ। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাতে আপত্তি জানালে উত্তেজিত হয়ে পড়ে ওই যুবকরা। এরপর তারাই রেস্তোরাঁ কর্মীদের ওপরে হামলা চালায়। 

সিসিটিভি ফুটেজ
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 29 Dec 2021,
  • अपडेटेड 4:42 PM IST
  • হাতিবাগানে রেস্তোরাঁয় মারামারি
  • এক যুবকের মাথায় পড়ল সেলাই
  • থানার দ্বারস্থ উভয় পক্ষ

উত্তর কলকাতার হাতিবাগানে দুই যুবককে মারধরের অভিযোগ উঠল একটি রেস্তোরাঁর ম্যানেজার ও ওয়েটারের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজনের মাথায় বেশকিছু সেলাইও পড়েছে। ইতিমধ্যেই বড়তলা থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, রাত প্রায় ১১টা নাগাদ ৪ যুবক সেখানে খেতে যায়। সেটি ফ্যামিলি রেস্তোরাঁ হওয়া সত্ত্বেও ওই যুবকরা সেখানে বসে মদ্যপান করছিল বলে অভিযোগ। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাতে আপত্তি জানালে উত্তেজিত হয়ে পড়ে ওই যুবকরা। এরপর তারাই রেস্তোরাঁ কর্মীদের ওপরে হামলা চালায়। 

যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে আক্ররান্ত যুবকের পরিবার। তাদের পাল্টা অভিযোগ, খেতে বসে ওই যুবক পেঁয়াজ চাইলে তাকে তা দিতে অস্বীকার করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এমনকী তাকে গালিগালাজও করা হয়। এরপরেই তাকে মারধর করে বাইরে বের করে দিয়ে সাটার নামিয়ে দেওয়া হয়। তবে ওই যুবক যে রেস্তোরাঁয় ঢোকার আগে মদ্যপান করেছিল তা অবশ্য স্বীকার করে নিয়েছে তার পরিবার। 

ঘটনায় ইতিমধ্যেই বড়তলা থানার দ্বারস্থ হয়েছে দু'পক্ষ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement