Advertisement

Kolkata Police: ফিল্মি কায়দায় ছিনতাইবাজের পিছনে ধাওয়া পুলিশের! উদ্ধার খোওয়া যাওয়া মোবাইল

বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ শ্যামবাজার - মালঞ্চ রুটের একটি বাসের ভেতরে এক মহিলার মোবাইল ছিনতাই করে আচমকা বাস থেকে নেমে যায় এক ছিনতাইবাজ। বাস থেকে নেমেই একটি চলন্ত ট্যাক্সি ধরে পালাতে থাকে অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই ওই মহিলাও বাস থেকে নেমে কলকাতা লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে কর্মরত ট্রাফিক সার্জেন্টকে গোটা বিষয়টি জানান।

খোওয়া যাওয়া মোবাইটি ফেরাচ্ছেন পুলিশ আধিকারিক
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 18 Aug 2021,
  • अपडेटेड 8:44 AM IST
  • বুধবার সাতসকালে কলকাতা শহরে কার্যত হিন্দি সিনেমার সিকোয়েন্স
  • পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়েতে ট্যাক্সির পিছনে ধাওয়া করে এক ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেললেন পুলিশ আধিকারিক
  • প্রায় দু'কিলোমিটার ধাওয়া করার পরই পুলিশের জালে ধরা পরে ছিনতাইবাজ

বুধবার সাতসকালে কলকাতা শহরে কার্যত হিন্দি সিনেমার সিকোয়েন্স। পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়েতে ট্যাক্সির পিছনে ধাওয়া করে এক ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেললেন পুলিশ আধিকারিক। প্রায় দু'কিলোমিটার ধাওয়া করার পরই পুলিশের জালে ধরা পরে ছিনতাইবাজ। অভিযুক্তের ঠাঁই হল গারদে। 

জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ শ্যামবাজার - মালঞ্চ রুটের একটি বাসের ভেতরে এক মহিলার মোবাইল ছিনতাই করে আচমকা বাস থেকে নেমে যায় এক ছিনতাইবাজ। বাস থেকে নেমেই একটি চলন্ত ট্যাক্সি ধরে পালাতে থাকে অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই ওই মহিলাও বাস থেকে নেমে কলকাতা লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে কর্মরত ট্রাফিক সার্জেন্টকে গোটা বিষয়টি জানান। পুরো ঘটনাটি নজরে আনা হয় তিলজলা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সৌভিক চক্রবর্তীর।

এরপরই গোটা বাসন্তী হাইওয়ের বিভিন্ন মোড়ে কর্মরত সার্জন্টদের ট্যাক্সির নাম্বার সহ বিস্তারিত বিবরণ দিয়ে সতর্ক করে দেন ওসি নিজে। ব্যক্তিটিকে চিহ্নিত করতে শুরু হয় বিশেষ নজরদারি। 

অন্যদিকে এক সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে পলাতক ট্যাক্সির পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন কলকাতা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটে কর্মরত ওই ট্রাফিক সার্জেন্ট রথীন্দ্রনাথ লায়েক। প্রায় দু'কিলোমিটার ধাওয়া করার পর অবশেষে ট্যাক্সিটির পথ আটকায় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় মহিলার খোয়া যাওয়া মোবাইলটি। এরপরেই অভিযুক্তকে তুলে দেওয়া হয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতে। শেখ মনিরুল নামে ওই অভিযুক্ত ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement