Advertisement

IPL Ticket : ইনস্টাগ্রামে IPL-এর টিকিটে আকর্ষণীয় ছাড়ের বিজ্ঞাপন, হাজার হাজার টাকা খোয়ালেন মহিলা

আইপিএল-এ টিকিট কাটতে গিয়ে প্রতারণা চক্রের শিকার যুবতী। ৩৫ বছরের ওই মহিলা ১২ হাজার টাকা খোয়ান। ইনস্টাগ্রামে কলকাতার ইডেন গার্ডেন্সের টিকিটের অফারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

Representative Image Representative Image
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা ,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 4:39 PM IST
  • আইপিএল-এ টিকিট কাটতে গিয়ে প্রতারণা চক্রের শিকার যুবতী
  • ৩৫ বছরের ওই মহিলা ১২ হাজার টাকা খোয়ান

আইপিএল-এ টিকিট কাটতে গিয়ে প্রতারণা চক্রের শিকার যুবতী। ৩৫ বছরের ওই মহিলা ১২ হাজার টাকা খোয়ান। ইনস্টাগ্রামে কলকাতার ইডেন গার্ডেন্সের টিকিটের অফারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর তা দেখে সেই যুবতী টিকিট কাটতে যান। তাতেই প্রতারিত হন তিনি। 

ওই যুবতীর বাড়ি উত্তর কলকাতার গিরিশ পার্কে। টিকিটে ছাড় দেওয়া হচ্ছে, ইনস্টাগ্রামে এই বিজ্ঞাপন দেখে ওই যুবতী বিজ্ঞাপনে উল্লেখ ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করেন। টিকিট পাওয়ার জন্য সেই যুবতীকে প্রথমে ৩০ শতাংশ টাকা দিয়ে টিকিট বুকিং করতে বলা হয়। কথা মতো কাজ করেন তিনি।   

এরপর সেই যুবতীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে মেল করে জানানো হয়, বাকি টাকা পরিশোধ করার। তা করে দেন। এবার টিকিটের অপেক্ষা করতে থাকেন। কিন্তু অভিযোগ, সেই যুবতীকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়। 

এই ঘটনায় ১৫ মার্চ গিরিশ পার্ক থানায় এবং সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবতীর দেওয়া ১২ হাজার টাকা কোনও একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছ। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আইপিএল টিকিট বিক্রির ক্ষেত্রে এভাবে হঠাৎ করে গজিয়ে ওঠা পেজগুলি থেকে সাধারণ মানুষকে সতর্ক করছেন তদন্তকারীরা। 

Read more!
Advertisement
Advertisement