লস্কর ই তৈবার (Lashkar E Taiba) অপারেশন কমান্ডার তথা মুম্বই হামলার মাস্টার মাইন্ড জাকিউর রহমান (Zakiur Rehman Lakhvi) লকভিকে ১৫ বছরের সাজা দিল পাকিস্তানের (Pakistan) জঙ্গিদমন আদালত। টেরর ফান্ডিং সংক্রান্ত অভিযোগে দিন কয়েক আগেই তাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার এই নির্দেশ দেয় আদালত। জানা গেছে লাহোরে জাকিউর রহমান লকভির বিরুদ্ধে টেরর ফান্ডিং সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ. ডিসপেন্সরির নামে অর্থ সংগ্রহ করত লকভি আর সেই অর্থ খরচ করা হত জঙ্গি সংগঠনের কাজে। মূলত সংগঠনের নতুন সদস্যদের তৈরি করতে সেই অর্থ খরচ হত।
প্রসঙ্গত লকভির বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ থাকলেও দীর্ঘদিন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল সে। সম্প্রতি এফএটিএফ-এর বৈঠকের আগে তার বিরুদ্ধে পদক্ষেপ করে পাকিস্তান প্রশাসন। গ্রেফতার করা হয় তাকে। লকভিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘও।
মুম্বই হামলায় হাফিজ সইয়ের সঙ্গে লকভিও অভিযুক্ত। যার জন্য একসময় গ্রেফতারও করা হয় তাকে। তবে ২০১৫ সালে জামিনে মুক্তি পায় সে। তারপর থেকে বাইরেই ছিল লকভি। এই লস্কর নেতাকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছে আমেরিকাও। প্রসঙ্গত জানুয়ারি - ফেব্রুয়ারি মাস নাগাদ নয় ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্সের (FATF)বৈঠক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে বিভিন্ন দেশকে আর্থিক সহযোগিতা করে এই সংস্থা। কিন্তু দীর্ঘদিন ধরেই সংস্থার গ্রে তালিকাভুক্ত হওয়ার কাঁটা রয়েছে পাকিস্তানের ওপরে। এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে পাকিস্তান।