Advertisement

শ্রীরামপুরে বৃদ্ধার বাড়িতে লুঠপাট, ধৃত সিলিন্ডার ডেলিভারি বয়

গত মাসের ২৯ তারিখ রাতে শ্রীরামপুরের বেনিয়াপাড়া লেন এলাকার বাসিন্দা বছর সত্তরের দিপালি সেনের বাড়িতে লুঠপাট চালানো হয়। লুঠ হওয়া সামগ্রীর মধ্যে ছিল সোনার গয়নাও। ঘটনায়, অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। এরপর গোপন সূত্রে পুলিশ খবর পায়, যারা ডাকাতি করেছে তারা সেই বাড়িতে গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজে যুক্ত।

প্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • শ্রীরামপুর,
  • 08 Nov 2021,
  • अपडेटेड 6:38 PM IST
  • বৃদ্ধার বাড়িতে ডাকাতিতে গ্রেফতার
  • উদ্ধার লুঠ হওয়া সামগ্রী
  • এখনও পলাতক ১

এক বৃদ্ধার বাড়িতে কয়েক লক্ষ সোনার গয়না ডাকাতির ঘটনার মূল পান্ডা এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারি বয়কে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার খোয়া যাওয়া গয়না। সোমবার একথা জানান চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ। 
 
জানা গিয়েছে যে, গত মাসের ২৯ তারিখ রাতে শ্রীরামপুরের বেনিয়াপাড়া লেন এলাকার বাসিন্দা বছর সত্তরের দিপালি সেনের বাড়িতে লুঠপাট চালানো হয়। লুঠ হওয়া সামগ্রীর মধ্যে ছিল সোনার গয়নাও। ঘটনায়, অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। এরপর গোপন সূত্রে পুলিশ খবর পায়, যারা ডাকাতি করেছে তারা সেই বাড়িতে গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজে যুক্ত। সেই মতো গত পাঁচ তারিখে গ্যাস সাপ্লাই করা যুবককে আটক করে জিজ্ঞেসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য। পুলিশের দাবি, জেরার মুখে ওই যুবক স্বীকার করে যে সে আরও একজনকে সঙ্গে নিয়ে ডাকাতি করেছে ওই বাড়িতে।

লুঠ হওয়া সোনার গয়না অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, একটি সোনার হার, দুটো সোনার বালা। তবে ডাকাতির সঙ্গে যুক্ত আরও একজনের খোঁজে তল্লশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে থানায়। 

এদিকে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসির মধ্যে। সোমবার ডেপুটি পুলিশ কমিশনার অরভিন্দ কুমার আনন্দ বলেন, দিপালী সেনের অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেন। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি লুঠ হওয়া সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর জনের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement