'গর্ভবতী হও, লাখ টাকা কামাই কর...' এমন বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা করার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। মূল প্রতারকরা 'প্রেগনেন্ট জব'-এর নামে বিজ্ঞাপন দিয়ে বলেছিল যে সন্তান ধারণ করতে পারবে না এমন নারীকে গর্ভবতী করতে হবে। এটা করলে লাখ লাখ টাকা পাওয়া যাবে।
সংস্থার মতে, হরিয়ানার নুহ জেলায় এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এখানে, মহিলাদের গর্ভবতী করার জন্য অর্থের প্রস্তাব দেওয়ার ভুয়া বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। এসব বিজ্ঞাপন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে কর্মকর্তারাও অবাক হয়ে যান। এরপর বিষয়টি তদন্ত করে নূহের দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে যে নারীদের 'গর্ভধারণ' করার বিনিময়ে অর্থের প্রস্তাব দিয়ে জাল বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল। এসব করে মানুষ প্রতারিত হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে এজাজ ও ইরশাদ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মতে, অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপন পোস্ট করত, যেখানে লোকেদেরকে 'সন্তানহীন মহিলাদের গর্ভধারণ' করার জন্য টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এই জালিয়াতরা মানুষকে ফাঁসানোর জন্য মহিলাদের ভুয়া ছবি ব্যবহার করত।
বিজ্ঞাপন দেখে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি ও ফাইলিং ফি নিত। এর পর তারা তাকে ব্লক করে দিত। পুলিশ বলছে, তদন্তে চারটির বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ভুয়ো বিজ্ঞাপন পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করা হলে সেখান থেকে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।