রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তদের গ্রেফতার করছে পুলিশ। রাজ্যজুড়ে রীতিমতো চিরুনি তল্লাশি চলছে। এমনই প্রেক্ষাপটে স্টেশনে একসঙ্গে প্রায় ১৮ লক্ষ টাকা-সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ব্যক্তির সঙ্গে কি জিহাদি যোগ আছে? এখনই সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
জানা গিয়েছে লাল জ্যাকেট পরা ওই ব্যক্তিকে আটক করে শালিমার জিআরপি। ২২ ডিসেম্বর, রবিবার সকালে পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়ার শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামের ওই ব্যক্তি। হাওড়া পি কে ব্যানার্জি রোডের বাসিন্দা। তাঁর কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার হয়। জিআরপি সূত্রে খবর, পাটনা থেকে শালিমারের দুরন্ত এক্সপ্রেসের একটি টিকিট তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে।
রবিবার সকালে শালিমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে জিআরপি আধিকারিকরা তাঁকে ব্যাগ নিয়ে যেতে দেখেন। সন্দেহের বশে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগ খুলে দেখাতে বলা হয়। ব্যাগ খুলতেই সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। দেখা যায় প্রায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা রয়েছে ব্যাগে। ওই ব্যক্তিকে এত পরিমাণ টাকা উৎস জানার বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে, তিনি কোনও রকম কাগজপত্র দেখাতে পারেননি ও সদুত্তর দিতে পারেননি। এরপরই তাঁকে আটক করে শালিমার জিআরপি নিয়ে আসা হয় ও তদন্ত শুরু হয়। কোথা থেকে এত পরিমাণ টাকা নগদ নিয়ে তিনি আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি।
সংবাদদাতাঃ বৈদ্যনাথ ঝা