মেট্রো সম্প্রসারণের (KOlkata Metro Rail) কাজে নিযুক্ত শ্রমিকদের ঘরে দুষ্কৃতীদের হামলা, সঙ্গে ডাকাতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে দমদম (Dumdum) এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত শ্রমিকরা। যে সংস্থা এই কাজ করছে তাদের দাবি বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে অফিসিয়ালি তাদের এখনও কিছু জানানো হয়নি। জানান হলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।
এক শ্রমিক জানাচ্ছেন, প্রায় ১৬-১৭ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। দৃষ্কৃতীদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। অভিযোগ, নৈশ্যপ্রহরীদের প্রথমে বেঁধে ফেলে দৃষ্কৃতীরা। আর বাকিরা সেখানে থাকা বিভিন্ন মাল-মেটেরিয়ালস লুঠ করে নেয়। আর শুধু তাই নয়, শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। দৃষ্কৃতীদের মারধরে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে যে সংস্থা মেট্রোর এই কাজ করছে তার কর্ণধার জানান, মোট ৩ বার হামলা এই ধরণের ঘটনা ঘটলো। আগেরবারও পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কোনও সুরাহা হয়নি। প্রতিবারেই মালপত্র চুরি হচ্ছে। যার জেরে শ্রমিকরা আর ওই জায়গায় কাজ করতে চাইছেন না বলেও জানান সংস্থার কর্ণধার।
সংস্থার কর্ণধার আরও জানাচ্ছেন, এবারেও বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষকেও বলা হয়েছে বিষয়টি। যদিও মেট্রোর তরফে দাবি করা হয়েছে, এখনও তাদের অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অফিসিয়ালি জানালে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।