Advertisement

৩ বছরের মেয়েটা খাবার চেয়েছিল, মালদায় গলা কেটে খুন করল মা

নিহত শিশুর নাম আতিফা খাতুন। আর তার মা মানোয়ারা বিবি। মানোয়ারার স্বামীর নাম সাহেব আলি। জানা গিয়েছে, মোহনপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলি প্রথমে বেগম বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেগম বিবির মৃত্যুর পর মানোয়ারাকে বিয়ে করেন সাহেব। মানোয়ারারও এটা দ্বিতীয় বিয়ে। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা আলাদা থাকে। আতিফাই মানোয়ারার একমাত্র সন্তান। 

মেয়েকে খুন মায়ের
মিল্টন পাল
  • মালদা,
  • 12 Aug 2021,
  • अपडेटेड 10:15 AM IST
  • মেয়েকে খুন মায়ের
  • পরে নিজেই জানায় খুনের কথা
  • আটক করে তদন্ত শুরু পুলিশের

খাওয়ার চাওয়ায় তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করল মা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের (Malda Harishchandrapur) মোহনপুর গ্রামে। মেয়েকে গলা কেটে খুনের পর দেহ ঘরে ফেলে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সেই কথা জানায় ওই মহিলা। এমনকী খিদে পেয়েছে বলে খাবার চেয়েও খায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকেও। ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েই এই কাজ করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

একমাত্র মেয়েকে খুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর নাম আতিফা খাতুন। আর তার মা মানোয়ারা বিবি। মানোয়ারার স্বামীর নাম সাহেব আলি। জানা গিয়েছে, মোহনপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলি প্রথমে বেগম বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেগম বিবির মৃত্যুর পর মানোয়ারাকে বিয়ে করেন সাহেব। মানোয়ারারও এটা দ্বিতীয় বিয়ে। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা আলাদা থাকে। আতিফাই মানোয়ারার একমাত্র সন্তান। 

পরিবারের দাবি, বেশ কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছে মনোয়ারা। যার জন্য চিকিতৎসাও চলছে তার। এদিন দুপুরে সাহেব আলি বাড়িতে ছিলেন না। সেই সময় খাবার চায় ছোট্ট আতিফা। অভিযোগ এরপরেই মানোয়ারা শোওয়ার ঘরে ছুরি দিয়ে গলা কেটে আতিফাকে খুন করে। 

খুনের পর দেহ ঘরে রেখেই প্রতিবেশীর বাড়িতে যান মানোয়ারা। জানায় খুনের কথা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement