Advertisement

বহরমপুরের অপহৃত ব্যবসায়ী উদ্ধার মালদা থেকে, জালে ১

ওই ব্যবসায়ীর নাম সুজিত হালদার। বাড়ি বহরমপুরের কুঞ্জঘাট এলাকায়। ব্যবসার কাজ সেরে গত শনিবার দিল্লি থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই তিনি। সেইসময় মালদার গাজোল থানা এলাকার একটি জায়গা থেকে ৫-৬ জনের একটি দুষ্কৃতী দল ওই ব্যবসায়ীকে অপহরণ করে বলে অভিযোগ। এমনকী তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকাও লুট করে অপহরণকারীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ তাঁর পরিবারের কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়।

অপহৃত ব্যবসায়ী
ভাস্কর রায়
  • মালদা,
  • 10 Aug 2021,
  • अपडेटेड 3:55 PM IST
  • বহরমপুরের ব্যবসায়ীকে অপহরণ
  • মালদা থেকে উদ্ধার করল পুলিশ
  • আটক ১, মূল পান্ডারা পলাতক

অপহরণের (Kidnap) তিনদিন পর বহরমপুরের এক ব্যবসায়ীকে মালদার (Malda) যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। কিন্তু অপহরণকারীদের এখনও গ্রেফতার করা যায়নি। তবে যে বাড়িতে ওই ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছিল সেই বাড়ির মালিককে আটক করেছে পুরাতন মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

দিল্লি থেকে ফেরার পথে অপহৃত

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ওই ব্যবসায়ীর নাম সুজিত হালদার। বাড়ি বহরমপুরের কুঞ্জঘাট এলাকায়। ব্যবসার কাজ সেরে গত শনিবার দিল্লি থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই তিনি। সেইসময় মালদার গাজোল থানা এলাকার একটি জায়গা থেকে ৫-৬ জনের একটি দুষ্কৃতী দল ওই ব্যবসায়ীকে অপহরণ করে বলে অভিযোগ। এমনকী তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকাও লুট করে অপহরণকারীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ তাঁর পরিবারের কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে পুরাতন মালদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপহৃত ব্যবসায়ীর পরিবার। এরপর পুলিশ মোবাইলের সূত্র ধরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

অভিযান চালিয়ে উদ্ধার

পুলিশ জানাচ্ছে, ব্যবসায়ী সুজিত হালদারের ফোন থেকেই তাঁর বাড়ির লোকেদের কাছে দেড় লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা। এরপরই ব্যবসায়ীর আত্মীয়েরা সোমবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যে এলাকায় ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছিল, সোমবার রাতে সেখানেই অভিযান চালান হয়, এবং মেহেরপুর এলাকার এক ব্যক্তিতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার কথা জানতে পারেন তদন্তকারীরা। পরে ওই ব্যক্তির বাড়ি থেকেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ঘটনায় বাড়ির মালিকের ছেলে এবং তার কয়েকজন সাগরেদ জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। যদিও এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement