Advertisement

'মুখ্যমন্ত্রী একথা বলেন কী করে?' প্রশ্ন হাঁসখালিতে 'ধর্ষিতা'র বাবার

সোমবার মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালির ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি রেপড বলবেন, না প্রেগন্যান্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা খারাপ। অ্যারেস্ট হয়ে গেছে। তবে ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি।" 

মৃতার বাবা
  • মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা
  • দোষীদের শাস্তির দাবি নাবালিকার বাবার
  • ঘটনায় গ্রেফতার আরও ১

হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করলেন মৃতা ছাত্রীর বাবা। "মুখ্যমন্ত্রী এই ধরণের কথা বলেন কী করে?" মঙ্গলবার সংবাদমাধ্যণের সামনে এই প্রশ্নই তুলেন দিলেন তিনি। একইসঙ্গে ঘটনায় দোষীদের ফাঁসির দাবিও জানান মৃতার বাবা। 

সোমবার মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালির ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি রেপড বলবেন, না প্রেগন্যান্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা খারাপ। অ্যারেস্ট হয়ে গেছে। তবে ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি।" 

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বললেন, সেই প্রশ্নও তুলতে শুরে করে দেন কেউ কেউ। সমালোচনায় সরব হয় বিরোধীরাও। আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের প্রেক্ষিতেই জিজ্ঞাসা করা হলে এই কথা বলেন মৃতার বাবা। 

প্রসঙ্গত নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে এক নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে মৃত্যুও হয় ওই নাবালিকার। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ছেলের বিরুদ্ধে। এমনকি পঞ্চায়েত সদস্যের পরিবারের চাপেই নাকি ময়নাতদন্ত ছাড়াই দেহ সৎকার করতে বাধ্য হয় মৃতার পরিবার। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত সোহেল গয়ালিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রভাকর পোদ্দার ওরফে দীপ নামে আরও একজনকে। 

আরও পড়ুনপেট্রোল-ডিজেলের দাম বাড়লেও চিন্তা নেই, ৬ উপায়েই বাঁচবে গাড়ির তেল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement