Advertisement

দেশি মদ বিক্রি নিয়ে বচসা, মহিলাদের হাতে বেধড়ক মার খেলেন পুলিশকর্মী

দেশি মদ বিক্রি করা নিয়ে বচসা। আদিবাসী মহিলাদের কাছে বেধড়ক মার খেলেন এক মহিলা পুলিশকর্মী। সেই ভিডিও আবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

বচসার পরে শুরু হয় ধস্তাধস্তির ছবি। ছবি- ইন্ডিয়া টুডে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Oct 2020,
  • अपडेटेड 4:47 PM IST
  • দেশি মদ বিক্রি নিয়ে বচসা
  • মহিলাদের হাতে বেধড়ক মার খেলেন পুলিশকর্মী
  • ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

দেশি মদ বিক্রি করা নিয়ে বচসা। আদিবাসী মহিলাদের কাছে বেধড়ক মার খেলেন এক মহিলা পুলিশকর্মী। সেই ভিডিও আবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ওড়িশার ময়ুরভঞ্জে দেশি মদের রমরমা রয়েছে। স্থানীয় অদিবাসীরা একে হান্ডিয়া বলে চেনেন। সেই হান্ডিয়া আবার স্থানীয় বাজারগুলিতে চড়া দামে বিক্রি করা হয়।

কী হয়েছিল সেদিন ?

অভিযোগ, ঘটনার দিন দুই আদিবাসী মহিলা স্থানীয় বাজারে হান্ডিয়া বিক্রি করছিলেন। সেই সময় স্থানীয় থানায় এক মহিলা পুলিশ কনস্টেবল এসে তাঁদের কাছে ঘুষ চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা ।

স্থানীয়দের দাবি, বচসা শুরু হলে পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, প্রথমে লাঠি নিয়ে ওই মহিলা পুলিশকর্মীর উপর ঝাঁপিয়ে পড়েন আদিবাসী মহিলারা। পাল্টা মার দেয় ওই কনস্টেবলও। সেই সময় আশেপাশে থাকা কয়েকজন গোটা ঘটনার ভিডিও তুলে নেয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয়রা কোনওরকমে এসে লড়াই থামিয়ে দেয়।

ওই পুলিশ কর্মীর নাম মঞ্জুলতা দেবী। বিশই পুলিশ স্টেশনের মহিলা কনস্টেবল তিনি। ঘটনার দিন ওই থানায় এক পুরুষ কনস্টেবল তাঁর সঙ্গে ওই বাজারে উপস্থিত ছিলেন। 

তদন্তে পুলিশ, কড়া ব্যবস্থা

জেলার পুলিশ সুপার স্মিত পার্মার জানান, একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছেন। ঘটনার সময়ে দুই আদিবাসী মহিলা স্বাভাবিক অবস্থায় ছিলেন না। মদ্যপ অবস্থায় ছিলেন।

সেইসঙ্গে তিনি বলেন, হান্ডিয়া কেউ নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারেন।  স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জন্য বিষয়টি আইনি হলেও বাজারে বিক্রি করা নিয়মে নেই। হান্ডিয়া খেয়ে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার মতো প্রচুর ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকে এলাকার ওই বাজারটিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement