বড় বউমাকে স্বনির্ভর করার লক্ষ্যে সম্পত্তির একাংশ তাঁর নামে লিখে দেওয়ার ছোট ছেলের মারধরের শিকার বৃদ্ধ দম্পতি। মালদার (Malda) চাঁচলের শীতলপুর এলাকার ঘটনা। ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
এই বিষয়ে বৃদ্ধ সত্যেন সাহা জানাচ্ছেন, তাঁর দুই ছেলে। তাঁদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পরেও বাড়তি সম্পত্তির জন্য দাবি জানাতে থাকে ছোট ছেলে। কিন্তু তিনি তাতে রাজি হননি। যার জেরে তাঁর ছোট ছেলে তাঁকে,তাঁর স্ত্রীকে এবং বড় ছেলে ও বৌমাকে মারধর এবং অকথ্য ভাষায় গালিগালজ করে বলে অভিযোগ। ছোট ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি।
এই বিষয়ে বৃদ্ধের বড় বউমা জানান, তিনি স্নাতক পাশ এবং কম্পিউটার প্রশিক্ষিত। তাই স্বনির্ভর লক্ষ্যে সত্যেনবাবু তাঁকে একটি দোকানঘর করে দিতে চান। তার জন্য কেনা হয় ইট বালি পাথর। কিন্তু তাতে আপত্তি জানায় সত্যেনবাবুর ছোট ছেলে। এরপর শুক্রবার দোকানঘরের নির্মাণকার্য চলাকালিন সত্যেনবাবুর ছোট ছেলে তথা তাঁর দেওর হামলা চালায় বলে অভিযোগ। তাঁদের মারধরে পাশাপাশি ধাক্কা দিয়ে ফেলে দেয় সত্যেনবাবুকে। এরপরেই চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।