Advertisement

International Connected Gang Traced Siliguri: প্রচুর পাসবই-ATM কার্ড উদ্ধার শিলিগুড়িতে, পিছনে বড়সড় আন্তর্জাতিক চক্র?

International Fraudster Arrested From Siliguri: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্তরে অনলাইন পরিষেবা দেওয়ার নামে দোকান খুলে চলছিল জালিয়াতির কারবার। বানানো হত নকল আধারকার্ড-ড্রাইভিং লাইসেন্সও। পুলিশ গোপন সূত্রে খবর পায়। তারপর পুরোপুরি প্রস্তুত হয়ে অভিযান চালায়।

প্রচুর পাসবই-ATM কার্ড উদ্ধার শিলিগুড়িতে, পিছনে বড়সড় আন্তর্জাতিক চক্র? প্রতীকী ছবি
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 28 May 2024,
  • अपडेटेड 5:42 PM IST

International Connected Gang Traced Siliguri: শিলিগুড়িতে সকাল থেকে অভিযান চালিয়ে একাধিক জায়গা থেকে একের পর এক বিভিন্ন ব্যাংকের পাশবই, চেক ও এটিএম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা এগুলি ব্য়বহার করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এটিএম কার্ড, পাশ বই ও চেকবই গুলি খতিয়ে দেখা হচ্ছে সেগুলি আসল না নকল। দুক্ষেত্রেই অভিসন্ধির গন্ধ পাচ্ছে পুলিশ। আপাতত অভিযান চলছে।

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া (Phansidewa) থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে ফাঁসিদেওয়া এলাকার একাধিক জায়গায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। প্রতিটি জায়গা থেকে বিপুল পরিমাণ ব্যাংকের পাশবই, এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের তিনটি আলাদা আলাদা জায়গা থেকে ফাঁসিদেওয়া থানার তরফে অভিযান চলে। 

অভিযান চলছে। এ প্রসঙ্গে কার্শিয়ংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তদন্ত চলছে। আপাতত তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু এখন বলা সম্ভব নয়। তদন্তের পরই সমস্ত কিছু বিশদে বলবেন বলে জানিয়েছেন।

অভিযানে উপস্থিত ছিলেন কার্শিয়ংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, মিরিকের মহকুমা পুলিশ আধিকারিক, নকশালবাড়ির সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র, ফাঁসিদেওয়া থানার ওসি ইফতিকার উল হাসান সহ বিভিন্ন পুলিশ কর্মীরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে  বৃহস্পতিবার দুপুরে নিউ জলপাইগুড়ি (NJP) থানার পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথ অভিযান চালায় শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে। স্থানীয় জটিয়াকালী এলাকার একটি দোকান থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের দোকানে একটি সিম বক্স বসানো ছিল। যার মাধ্যমে আন্তর্জাতিক ফোন করা হত এবং  ফোন কল ডাইভার্ট করা হত বলে মনে করছেন তদন্তকারীরা। তবে তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। তবে এই ঘটনার পেছনে আন্তর্জাতিক যোগ রয়েছে বলেই মনে করছেন তাঁরা। সেই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement