সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের হল। বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং রঞ্জিত সাহার নামে অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে, যা পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে। ওই অভিযোগের ভিত্তিতে এআইআর দায়ের হয়েছে।
আমেরিকা, ব্রিটেন, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন-সহ বিভিন্ন দেশে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে মানববন্ধনের ডাকও দেওয়া হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’ নামে কর্মসূচির মাধ্যমে সুবিচার দাবিতে সরব হয়েছে।
৮ অগস্ট রাতের শেষে নারকীয় অত্যাচারের শিকার হন আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক। ৯ অগস্ট সকালে তাঁর দেহ উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে। ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শহর ও রাজ্যজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। বিচারের দাবিতে মুখর হয়ে ওঠে গোটা দেশ।
আজ রাত পোহালেই ৯ সেপ্টেম্বর। ঘটনার এক মাস পূর্ণ হচ্ছে। এই এক মাসে শহরের বিভিন্ন প্রান্তে কয়েকশো প্রতিবাদী জমায়েত হয়েছে। কলকাতা আক্ষরিক অর্থেই 'মিছিলনগরী'তে পরিণত হয়েছে। এক মাস পূর্তির দিনে আজ আবারও শহরের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।