আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার মর্মান্তিক মৃত্যু নিয়ে ময়নাতদন্তের রিপোর্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে খোলামেলা আলোচনা করেন তিনি। শোভনদেব জানান, নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং ময়নাতদন্তের রিপোর্ট দেখে হতবাক হয়ে গেছেন।
মন্ত্রী বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে যা দেখেছি, তাতে আমার ভেতর থেকে নাড়া দিয়ে উঠেছে। চোখে-মুখে রক্ত! ভয়াবহ সেই দৃশ্য বলে বোঝানো সম্ভব নয়।" শোভনদেব বলেন, "এই ধরণের নারী নির্যাতনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ জুড়েই বাড়ছে। এটা একটা সামাজিক ব্যাধি, যার বিরুদ্ধে সকলের একযোগে প্রতিবাদ করা উচিত।"
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয় নির্যাতিতার রক্তমাখা মৃতদেহ। ঘটনার পরেই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। তবে নির্যাতিতার পরিবার এবং সহপাঠীদের মতে, এই ঘটনা সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নয়। বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের দাবি তুলেছেন তারা।
শোভনদেব জানান, "একজনের পক্ষে এই ঘটনা সম্ভব কিনা, বা একাধিক ব্যক্তি যুক্ত ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ঘটনা আমাকে গভীরভাবে আঘাত করেছে, যা মেনে নেওয়া সত্যিই কঠিন।"
শোভনদেব চট্টোপাধ্যায় মনে করেন, সমাজের প্রতিটি স্তরে নারী নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, "নারী নির্যাতনের ঘটনায় প্রতিটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে একসুরে প্রতিবাদ করতে হবে। সমাজের এই ব্যাধির বিরুদ্ধে দাঁড়াতে হবে সবাইকে।"