Advertisement

STF-র বড় সাফল্য, মালদায় ৫০ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার

নির্দিষ্ট খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে মালদা পুলিশকে সঙ্গে যৌথভাবে অভিযান চালায় এসটিএফ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে মাদকের বিনিময়ে অস্ত্র বা অস্ত্রের বিনিময়ে মাদক পাচারের চক্র সক্রিয় হয়ে উঠেছে মালদায়। আর সেই চক্রের সঙ্গে সীমান্তের ওপারের দুষ্কৃতীরাও জড়িত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

ধৃত ২ মাদক কারবারি
মিল্টন পাল
  • মালদা,
  • 16 Aug 2021,
  • अपडेटेड 8:08 PM IST
  • মালদা পুলিশের সঙ্গে যৌথ অভিযান এসটিএফ-এর
  • হেরোইন সহ গ্রেফতার ২
  • বিহার থেকে আনা হয়েছিল হেরোইন

গোপনসূত্রে খবর পেয়ে প্রায় ৫০ কোটি টাকার হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো এসটিএফ। রবিবার গভীর রাতে গাজোল থানা এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি ৬৮ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এত বিপুল পরিমান মাদক উদ্ধার হওয়ায় চিন্তার ভাঁজ গভীর হয়েছে তদন্তকারীদের কপালে। 

জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে মালদা পুলিশকে সঙ্গে যৌথভাবে অভিযান চালায় এসটিএফ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে মাদকের বিনিময়ে অস্ত্র বা অস্ত্রের বিনিময়ে মাদক পাচারের চক্র সক্রিয় হয়ে উঠেছে মালদায়। আর সেই চক্রের সঙ্গে সীমান্তের ওপারের দুষ্কৃতীরাও জড়িত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

বাজেয়াপ্ত হেরোইন

সাদা পোশাকে ওৎ পাতে পুলিশ

পুলিশ সূত্রে খবর, ধৃত দুই মাদক কারবারির নাম ললিত সাহানি এবং সুমিত আলি পাত্র। প্রথম জনের বাড়ি বিহারের সমস্তিপুর এলাকায়। দ্বিতীয়জন মুর্শিদাবাদের মিরজাপুরের বাসিন্দা। ওই দুই মাদক কারবারিকে জালে তুলতে এদিন গাজোল থানার আদিনা এলাকার জাতীয় সড়কের কাছে সাদা পোশাকে ওৎ পেতে থাকে পুলিশ। এদিকে ওই দুই মাদক কারবারি বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেটে হেরোইন নিয়ে আদিনা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে। মাদক কারবারিদের সেই পরিকল্পনার কথা জানতে পেরেই তাদের গ্রেফতার করে এসটিএফ-এর কর্তারা। 

বিহার থেকে আনা হয় হেরোইন

পুলিশ ও গোয়েন্দাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১০ কিলো ৬৮ গ্রাম হেরোইন ব্যাগে করে চোরা পথে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃত দুই মাদক কারবারি। বিহার থেকেই মূলত ওই মাদক নিয়ে আসে তারা। সেগুলি বাইরে পাচার করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল। বিহার থেকে মালদার আদিনা হয়ে হাত বদল করে ওই হেরোইন কলকাতায় পাচার করার পরিকল্পনা ছিল তাদের। যদিও এসটিএফ ও পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই ছক।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement