৬৫ কোটি টাকার হেরোইন ও বিপুল পরিমান নগদ অর্থ সহ ৬ জনকে গ্রেফতার করল এসটিএফ (STF)। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে আরও বেশকিছু সামগ্রী। ধৃতদের মধ্যে ভিনরাজ্যের বাসিন্দারাও রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, হাওড়া গোলাবাড়ি থানার পুরনো একটি মামলার সূত্র ধরে লাগাতার ৩ দিন ব্যাপী অভিযান চালান এসটিএফ-এর আধিকারিকরা। পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ৬ জনকে। ধৃতদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের, ২ ওড়িশার ও ২ জন মণিপুরের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, মণিপুর থেকে কাঁচামাল সংগ্রহ করা হত। তারপর হেরোইন তৈরি করা হত বর্ধমানের শ্রীপল্লীর ওই বাড়িতে। সেখান থেকেই সেই হেরোইন পাচার করা হত পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন জায়গায়। ধৃতদের মধ্যে একজন হেরোইন তৈরির বিশেষজ্ঞও রয়েছে।
ঘটনাস্থল থেকে মোট ১৩ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, যার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। এছাড়ও বাজেয়াপ্ত হয়েছে নগদ ২০ লক্ষ ১০ হাজার ১০০ টাকা। পাশাপাশি অপরিশোধিত হেরোইন, অন্যান্য রাসায়নিক, ক্যাশ কাউন্টিং মেশিন, ওয়েট মেশিন, সিলিং মেশিন সহ আরও বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে এসটিএফ।