Advertisement

উত্তরপাড়ায় ছাত্রকে সপাটে চড় শিক্ষকের, কানে হতে পারে অস্ত্রোপচার

বৃহস্পতিবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ (বালক) হাইস্কুলে টিফিনের পর অফ পিরিয়ড ছিল দশম শ্রেণির ছাত্রদের। সেই সময় বেঞ্চ বাজিয়ে গান গাইছিল কয়েকজন ছাত্র। অন্যদিকে তখনই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গৌতম রুইদাস। অভিযোগ, ওই শিক্ষক ক্লাসে ঢুকে শুভজিৎ মান্না নামে এক ছাত্রে কানে সপাটে চড় মারেন। 

প্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • উত্তরপাড়া,
  • 19 Nov 2021,
  • अपडेटेड 6:59 PM IST
  • ছাত্রকে চড় শিক্ষকের
  • কানে চোট ছাত্রের
  • উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের

অফ পিরিয়ডে বেঞ্চ বাজিয়ে গান গাইছিল দশম শ্রেণির ছাত্ররা। সেইসময় ক্লাসে ঢুকে এক ছাত্রের কানে সপাটে চড় শিক্ষকের। ওই ছাত্র ঘটনার কথা প্রধান শিক্ষককে জানানোয় আবারও তাকে চর মারার অভিযোগ। ঘটনার জেরে অস্ত্রোপচার করতে হতে পারে ওই ছাত্রের কানে। হুগলির উত্তরপাড়া ঘটনা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ (বালক) হাইস্কুলে টিফিনের পর অফ পিরিয়ড ছিল দশম শ্রেণির ছাত্রদের। সেই সময় বেঞ্চ বাজিয়ে গান গাইছিল কয়েকজন ছাত্র। অন্যদিকে তখনই ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গৌতম রুইদাস। অভিযোগ, ওই শিক্ষক ক্লাসে ঢুকে শুভজিৎ মান্না নামে এক ছাত্রে কানে সপাটে চড় মারেন। 

এরপর প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানায় শুভজিত। তার দাবি, সে ক্লাসে বেঞ্চ বাজায়নি, তা সত্ত্বেও তাকে মেরেছেন গৌতমবাবু। প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে বেরনোর সময় গৌতমবাবু ফের তাকে চড় মারেন বলে অভিযোগ। বাড়ি ফিরে মা-কে গোটা ঘটনার কথা জানায় শুভজিৎ। এরপর শুক্রবার শুভজিৎকে চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসক পরীক্ষা করে জানান, শুভজিতের কানে চোট লেগেছে। ৬ থেকে ৮ সপ্তাহ পর্যবেক্ষণের পর করা হতে পারে অস্ত্রোপচার। 

এই ঘটনায় ইতিমধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে শুভজিতের সহপাঠীদের মধ্যে। পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছে উত্তরপাড়া থানায়। অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের দাবি, তাঁকে নাকি দেখে নেওয়ার হুমকি দিয়েছিল শুভজিৎ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement