TMC worker Attacks Businessman: পুজোয় চাঁদা না পাওয়ায় দমদমের ব্যবসায়ীর ওপর জুলুমবাজি-মারধর। ব্যবসায়ীকে বাঁচাতে এসে আক্রান্ত তার বিশেষভাবে সক্ষম সন্তান ও তাঁর স্ত্রী। ব্যবসায়ীর সন্তান বোবা। কানে শুনতে পান না। তাঁকে পর্যন্ত হেনস্থা করা হয় বলে অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগ করেন স্ত্রী। দমদম থানায় অভিযোগ দায়ের। এখনও অধরা অভিযুক্ত।
দমদম সুভাষনগরের বাসিন্দা সৌমেন বর্মন, পেশায় জল ব্যবসায়ী। তাঁর অভিযোগ, "পুজোর সময় স্থানীয় তৃণমূল কর্মী সৌরভ আইচ ওরফে বাবুলাল তার থেকে পুজো কমিটিকে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা চাঁদা চায়, এমনকি প্রায় ১০০ পেটি জল চায়। তিনি তাঁর সাধ্যমতো ব্যবস্থা করেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি সৌরভ। এরপর ১৩ তারিখ রাতে সৌরভ তাঁর বাড়িতে এসে চড়াও হন। বাড়ির বাইরে, রাস্তায় ফেলে মারধর করা হয়।"
তাঁর আরও অভিযোগ, "এরপরেই তাঁর বিশেষভাবে সক্ষম সন্তান এসে তাঁকে বাঁচাতে যায়, তাঁকেও মারধর করা হয়। ব্যবসায়ীর স্ত্রীয়ের অভিযোগ, তাঁর স্বামী ও সন্তানকে মারধর করা হচ্ছে বলে তিনি এগিয়ে এলেও তাঁর শ্লীলতাহানি করা হয়। তাঁর ও মেয়ের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এমনকি এখনও সমানে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তা সত্ত্বে ও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।" এ প্রসঙ্গে প্রশ্ন উঠছে সরকারের তরফে ৮৫ হাজার টাকা করে অনুদান মেলা সত্ত্বেও কেন চাঁদার জন্য জোরাজুরি?
ব্যবসায়ীর আরও অভিযোগ, ১৫ অক্টোবর দমদম থানায় অভিযোগ দায়ের হয়। তারপর চারদিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। তাঁরা বিচারের দাবি জানাচ্ছেন।