Advertisement

ফরাক্কায় ব্যক্তিকে গলা কেটে খুন, বেলডাঙায় রেললাইনে খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে স্থানীয় কিছু লোকজন লিচুবাগান এলাকায় সদাগর সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারনে এই খুন তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনায় ২ জনকে আটক পরা হয়। পরে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। 

প্রতীকী ছবি
গোপাল ঠাকুর
  • মুর্শিদাবাদ,
  • 05 Oct 2021,
  • अपडेटेड 3:47 PM IST
  • ফরাক্কায় ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে খুন
  • এখনও পর্যন্ত গ্রেফতার ১
  • রেল লাইনের ধারে টুকরো টুকরো দেহ উদ্ধার বেলডাঙায়

দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। একটি ঘটনা ঘটেছে জেলার ফরাক্কায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফরাক্কার শিবনগর লিচুবাগান এলাকায় এক ব্যক্তির গলাকাট মৃতদেহ উদ্ধার হয়। বয়স আনুমানিক ৬০। মৃতের নাম সদাগর সরকার। পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি থেকে কেউ বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। 

এরপর মঙ্গলবার সকালে স্থানীয় কিছু লোকজন লিচুবাগান এলাকায় সদাগর সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারনে এই খুন তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনায় ২ জনকে আটক পরা হয়। পরে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। 

খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার

অন্যদিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হল রেল লাইনের ধারে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত ১১১/১১২ রেলগেটের মাঝামাঝি জায়গায়। স্থানীয়দের অনুমান, লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার যখন কলকাতা থেকে লালগোলার দিকে যাচ্ছিল তখনই হয়ত আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। ট্রেনের ধাক্কায় খণ্ডবিখণ্ড হয়ে যায় ওই ব্যক্তির দেহ। 

স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে বেলডাঙ্গা থানায় খবর দেন। এদিকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে রেল পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। এছাড়া রেল পুলিশ এবং রাজ্য পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement