Advertisement

শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার

ফের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হলো। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ওই এলাকায় ভোটের দিন রাতে কোনও এক সময় মৃতদেহটি খালের জলে ভেসে এসেছে, কিংবা কেউ তাঁকে মেরে ফেলে রেখেছে কি না, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য়
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Apr 2021,
  • अपडेटेड 11:06 PM IST
  • প্রথম দেখে মৎস্যজীবীরা
  • খুন না আত্মহত্য়া ধন্দ
  • দেহটি স্থানীয় নয়

ফের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হলো। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ওই এলাকায় ভোটের দিন রাতে কোনও এক সময় মৃতদেহটি খালের জলে ভেসে এসেছে, কিংবা কেউ তাঁকে মেরে ফেলে রেখেছে কি না, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। তবে আত্মহত্যার ঘটনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রবিবার দেহটি দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ফাঁসিদেওয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে। 

ঘটনাটি আসলে কি

এদিন সকালে ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় স্থানীয় কিছু মৎস্যজীবীরা মাছ ধরতে এসে প্রথম জলে মৃতদেহটি ভাসতে দেখেন। প্রাথমিকভাবে ভয় পেলেও সময় নষ্ট না করে ঘটনার খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।

আশঙ্কা

মহিলাটি স্থানীয় কেউ নয় বলে জানা গিয়েছে। কোথা থেকে কীভাবে তিনি সেখানে এলেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। রাতের অন্ধকারে ওই এলাকা মৃত্য়ুর করিডরে পরিণত হয়। প্রতিদিন রাতে হাজার খানেক দূরপাল্লার ট্রাক ওই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করে। সেখান থেকে কোনও ভাবে কেউ দেহটি ছুঁড়ে ফেলে দিল কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এর আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটায় সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement