Advertisement

Mexico : হোটেলে শারীরিক সম্পর্কের পর ৩ যৌনকর্মীকে খুন সিরিয়াল কিলারের

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো কার্পিওর দাবি, মেক্সিকোতে অপরাধের পর ওই মার্কিন নাগরিক এখন সান দিয়েগোতে লুকিয়ে রয়েছে। কারণ আমেরিকার সান দিয়েগো মেক্সিকোর সীমান্ত সংলগ্ন শহর। কার্পিওর আরও দাবি, একাকী মহিলাদের প্রলোভন দেখিয়ে টার্গেট করত ওই ব্যক্তি। মেক্সিকান আধিকারিকরা মনে করছেন, সীমান্ত পেরিয়ে মেক্সিকোয় ঢুকেছিল ওই মার্কিন নাগরিক। তিজুয়ানায় ওই তিন যৌনকর্মীকে খুন করা হয়েছে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Nov 2022,
  • अपडेटेड 10:08 PM IST
  • মেক্সিকোয় সিরিয়াল কিলিং
  • ৩ যৌনকর্মীকে খুন
  • অপরাধী মার্কিন নাগরিক বলে সন্দেহ

তিন যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর তাদের খুনের অভিযোগ উঠল এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে। ঘটনাটি মেক্সিকোর। জানা গিয়েছে ওই ব্যক্তি স্ট্রিপ ক্লাবের বাইরে যৌনকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করত। তারপর তাদের হোটেলে নিয়ে গিয়ে লিপ্ত হত শারীরিক সম্পর্কে। অভিযোগ, মিলনের পর পিটিয়ে হত্যা করত যৌনকর্মীদের। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। 

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো কার্পিওর দাবি, মেক্সিকোতে অপরাধের পর ওই মার্কিন নাগরিক এখন সান দিয়েগোতে লুকিয়ে রয়েছে। কারণ আমেরিকার সান দিয়েগো মেক্সিকোর সীমান্ত সংলগ্ন শহর। কার্পিওর আরও দাবি, একাকী মহিলাদের প্রলোভন দেখিয়ে টার্গেট করত ওই ব্যক্তি। মেক্সিকান আধিকারিকরা মনে করছেন, সীমান্ত পেরিয়ে মেক্সিকোয় ঢুকেছিল ওই মার্কিন নাগরিক। তিজুয়ানায় ওই তিন যৌনকর্মীকে খুন করা হয়েছে। 

সাংবাদিক বৈঠকে রিকার্ডো কার্পিও বলেন, মার্কিন আধিকারিকদের সঙ্গে মিলিতভাবে এই মামলার তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, যদি কেউ তাঁদের নাগরিকদের প্রাণ নেওয়ার চেষ্টা করে, তবে তাকে সেদেশের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে। অভিযুক্তকে গ্রেফতারর জন্য ওয়ারেন্টও জারি করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তকে যে গ্রেফতার করা হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাকে ফের তিজুয়ানায় আনা হবে। 

আরও পড়ুন

কে এই 'সিরিয়াল কিলার'?
এই 'সিরিয়াল কিলার' কে, তা এখনও জানা যায়নি। তবে ওই ব্যক্তি মার্কিন নাগরিক বলেই মনে করা হচ্ছে। সে তিজুয়ানার স্ট্রিপ ক্লাবের বাইরে মহিলাদের সঙ্গে দেখা করত। একটি স্প্যানিশ সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, তিনটি ঘটনারই তদন্ত চলছে। তিন মহিলারই দেহ হোটেলের ঘর থেকে পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। 

 

Read more!
Advertisement
Advertisement