Advertisement

কাঁকসায় কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন, ধৃত ব্যাঙ্ককর্মী

কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ। সে পশ্চিম বর্ধমানের কাঁকসায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে কর্মরত। স্ত্রীকে খুনের কথা আত্মসমর্পণ করে স্বীকার করেছে অভিযুক্ত।

স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর
অনিল গিরি
  • কাঁকসা ,
  • 06 Sep 2021,
  • अपडेटेड 7:51 PM IST
  • কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি
  • ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার
  • অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ

কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব পরিয়াদ। সে পশ্চিম বর্ধমানের কাঁকসায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে কর্মরত। স্ত্রীকে খুনের কথা আত্মসমর্পণ করে স্বীকার করেছে অভিযুক্ত। 

আরও পড়ুন : Afghanistan Taliban : আফগানিস্তানে কলেজে ছেলে-মেয়েদের মাঝে পর্দা, ছবি ভাইরাল

জানা গিয়েছে, ওড়িশার কটকের বাসিন্দা বিপ্লব পরিয়াদ ও ইপসা প্রিয়দর্শিনী। ২০১৯ সালে দেখাশোনা করে তাঁদের বিয়ে হয়। কর্মসূত্রে তাঁরা গত তিন মাস ধরে বামুনাড়ার আবাসনে ভাড়া ছিলেন। স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। গতরাত্রেও ঝামেলা হয়। অভিযোগ, রাতেই বাড়ির পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে সে। 

কেন খুন ? বিপ্লব  জানিয়েছে, স্ত্রী ইপসার চাহিদা আর অত্যাচার সহ্য করতে না পেরে সে প্রাণে মেরে ফেলেছে স্ত্রীকে। মৃতার পরিবারের অভিযোগ, টাকার জন্য ইপ্সাকে চাপ দিত তার স্বামী। টাকার জন্যই তাকে হত্যা করেছে বলে অভিযোগ।

আরও পড়ুন : কোনও মামলায় গ্রেফতার নয় শুভেন্দুকে: হাইকোর্ট

এদিকে সোমবার দুপুরে কাঁকসার BDO সুদীপ্ত ভট্টাচার্য মৃতদেহ খতিয়ে দেখতে হাজির হন কাঁকসা থানায়। খবর পেয়েই ওড়িশা থেকে মৃতার পরিবারের আত্মীয়স্বজন এসে উপস্থিত হন কাঁকসা থানায় । ব্যাঙ্ক ম্যানেজারের কীর্তিতে চাঞ্চল্য এলাকায়। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement