Advertisement

বেলঘরিয়ার আবাসনে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ

আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলঘরিয়ার রথতলা এলাকায়। মৃতের নাম বিনু সাউ। বুধবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত বিনু সাউ মৃত বিনু সাউ
দীপক দেবনাথ
  • বেলঘরিয়া ,
  • 20 Oct 2021,
  • अपडेटेड 12:21 PM IST
  • আবাসনে অফিসের মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার
  • ঘটনা বেলঘরিয়ার রথতলার
  • যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ

আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলঘরিয়ার রথতলা এলাকায়। মৃতের নাম বিনু সাউ। বুধবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

বেলঘরিয়ার রথতলা এলাকায় রয়াল প্লাজা নামের এক আবাসনে সফটওয়্যার ডিজাইনারের অফিস ছিল। সেই অফিসে কাজ করতেন বছর চব্বিশের চিৎপুর এলাকার বাসিন্দা বিনু সাউ। পুজোতে তাঁরা চার বন্ধু মিলে বেনারসে ঘুরতে গিয়েছিলেন। গতকাল সকালে বেনারস থেকে ফিরে সরাসরি অফিসে যোগদান করেন বিনু। 

আরও পড়ুন

সন্ধে হয়ে যাওয়ার পরেও বাড়িতে না ফেরায় এদিন সকালে বাড়ির লোকজন বেলঘরিয়া রথতলায় বিনুর অফিসে তাঁকে খোঁজার জন্য আসে। অফিসে এসে দেখতে পায়, দরজা বন্ধ। এক ঘণ্টা ধরে ধাক্কাধাক্কির পর দরজা খুলে এবং ভেতরে গিয়ে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে বিনু সাউয়ের মৃতদেহ। 

আবাসনের নিরাপত্তাকর্মী জানিয়েছেন গতকাল পাঁচজন যুবক ওই অফিসে আসে। বাকিরা কোথায় তা তিনি জানেন না। 

বিনু সাউয়ের পিসেমশায় জয়প্রকাশ সাউ বলেন, 'বেনারসে গিয়েছিল বিনু ও আরও কয়েকজন। বেনারস থেকে তাঁরা গতকাল ফেরে। অফিসেই ছিল বিনু। কিন্তু, কাদের সঙ্গে ও গিয়েছিল সেটা আমরা জানি না। তাদের পরিচয়ও জানা নেই। আমাদের সন্দেহ বিনুকে খুন করা হয়েছে। না হলে এভাবে মৃতদেহ উদ্ধার হত না। আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই।' 

Read more!
Advertisement
Advertisement