হরিদেবপুর অয়ন মন্ডল খুনের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা হচ্ছে অয়েল মন্ডলের ফোন। খুন করার পরে যখন প্রীতি জানার পরিবারের লোকজন অয়ন মণ্ডলের দেহ লোপাট করতে যায় সেই সময় অয়ন এর ফোনটাও তারা, কুলের দাড়ি এলাকাযর কোন একটি জলাশয়ে ফেলে দেয়। সেই ফোন খোঁজার জন্য সোমবার হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত চালক এবং প্রীতির ভাইয়ের বন্ধুকে নিয়ে যায়।এখনো পর্যন্ত ফোন পাওয়া যায়নি। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে সেদিন রাতে সবাই মদ্যপ ছিল। তাই কোথায় ফোন ফেলেছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেনা। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে অয়ন মণ্ডলের ফোনটি খোঁজার জন্য।