ফের চুরি শহরে। উধাও সোনার গয়না সহ লক্ষাধিক টাকা। অভিযোগ বাড়ির কাজের মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার সল্টলেক এলাকায়। মৌসুমী রায় নামে এক মধ্যবয়সী মহিলা কিছুদিন আগে তার স্বামীকে হারিয়েছিলেন। তিনি তার স্বামীর মৃত্যুর অনুষ্ঠানের দিন বাড়ির কাজের জন্য দমদমের হরেকৃষ্ণ আয়া কেন্দ্রে যোগাযোগ করেছিলেন। সেখান থেকেই তিনি এক মহিলার সন্ধান পান, এবং তাকে বাড়িতে কাজের জন্য রাখেন। চৈতালি চ্যাটার্জী নামে ওই মহিলা ১২ থেকে ১৪ ই জুন পর্যন্ত ওই বাড়িতে কাজ করেন। তিনি রান্নাসহ বাড়ির অন্যান্য কাজও করতেন। তার কাজ পছন্দ হওয়ায় পুনরায় ২০ জুন মৌসুমী দেবী তাকে কাজে নিযুক্ত করেন। তার পরেই বাড়ি থেকে টাকা চুরি যাওয়ার ব্যাপারটি অনুভব করেন মৌসুমী দেবী। তৎক্ষণাৎ ওই কাজের মেয়েকে ডেকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। পরে মৌসুমী দেবী সিসিটিভি ফুটেজ সন্ধান করেন এবং সেখানে তিনি পরিষ্কার দেখতে পান কিভাবে কাজের মেয়েটি ব্যাগ থেকে টাকা চুরি করছেন। এর পরেই তিনি বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।