ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষন করে খুন কাণ্ডে দীনবন্ধু হালদার ও শুভ হালদারকে দোষী সাব্যস্ত করলো আদালত। দুর্গাপুজোতে দাদুর বাড়ি বেড়াতে গিয়ে বছর ন'য়ের শিশু কন্যাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো জঙ্গিপুর মহকুমা আদালত। বৃহস্পতিবার চার্জশিটের ৫৯ দিনের মাথায় গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের যথেষ্ট সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত হয়। আগামীকাল শুক্রবার সাজা ঘোষণা।