শীতের রাতে এমনিতেই চারদিক চুপচাপ থাকে। আর এই স্তব্ধ পরিবেশের সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে মহিলার বুকে কনুই মেরে অভিনব কায়দায় চুরি করে পালাল দুষ্কৃতী। শীত পড়তে না পড়তেই চোরেদের উপদ্রব শুরু। মালিপাঁচঘড়া থানার অন্তর্গত ৯ নম্বর মাধববাবু লেনের ঘটনা। লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চোর চম্পট দেয়। যাবার সময় বয়স্ক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মহিলা অজ্ঞান হয়ে পড়ে। চোর যখন ঢোকে তখন মহিলা একাই বাড়িতে ছিলেন। ওই দুষ্কৃতী বাড়ির সর্বস্ব লুঠ করে নিয়ে যায় বলে অভিযোগ।