বাঁকুড়া সদর থানার করণজোড়া গ্রামের বাসিন্দা বিধান ঘোষ গত তিন বছরের বেশি সময় ধরে বাইক চোরাচালানের সাথে যুক্ত। এই সময়ের মধ্যে এই বিধান ঘোষ যেমন বাইক চুরির নিজস্ব নেটওয়ার্ক তৈরী করে ফেলেছিল তেমনই চুরি করা বাইক সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটি আলাদা নেটওয়ার্ক তৈরী করেছিল। সম্প্রতি বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বাঁকুড়া জেলা পুলিশ এই বাইক চোরাচালানের কিংপিন বিধান ঘোষের খোঁজ পায়। গত রবিবার বিধান ঘোষকে গ্রেফতার করে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।